ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল ট্যাব ‘নেক্সাস’ প্রস্তুত!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১২
গুগল ট্যাব ‘নেক্সাস’ প্রস্তুত!

গুগল নেক্সাস ট্যাবলেটের নির্মাণ প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এখন শুধু উন্মোচনের অপেক্ষা।

তবে এ ধরনের পাকাপাকি কথা নেক্সাসের। নির্মাতার নয়।

ব্লুমবার্গের প্রতিবেদনে এ খবর প্রকাশ পেয়েছে। তবে খবরটি সংশ্লিষ্ট সূত্র হতে এসেছে এমনটা বলা হয়েছে। আসন্ন নেক্সাসের পর্দার আকার হবে ৭ ইঞ্চি। মূল্যও হবে গ্রাহকের সন্তোষজনক। বিশ্বব্যাপী এর খুচরা মুল্য ২০০ ডলারের মতো পড়বে। গুগলের আইও ইভেন্টকে কেন্দ্র করে নেক্সাসের মোড়ক খোলার নিশ্চিত খবর প্রকাশ হয়েছে। এমন অভিমত অনেকেরই।

গুগল নেক্সাস নির্মাতাপ্রতিষ্ঠান আসুস। এ মুহূর্তের উড়ো খবর খুব যে অবাক করবে ঠিক তা নয়। কারণ কম্পিউটেক্স চলাকালীন সময়ে আসুসের প্রতিনিধিদের মাধ্যমে এ ধরনের তথ্য আকস্মিকভাবে বেরিয়েছে। এ সময় বলা হয়, গুগল অ্যাপলের আইপ্যাডের প্রতিদ্বন্দী ৭ ইঞ্চি ট্যাবলেট নিয়ে আসছে। বাজারের শীর্ষ পদে থাকতে এ প্রতিষ্ঠান বহুদিন ধরে চরম লড়াই চালিয়ে যাচ্ছে।

গুগল নেক্সাসের গুজব দীর্ঘ দিনের। তথ্য মতে, গুগলও পণ্যটিকে ভাল অবস্থান দিতে প্রতিযোগীদের দামের সঙ্গে মিলিয়ে প্রায় ২০০ ডলার নির্ধারণ করছে।  

এ মুহূর্তে নেক্সাসের স্বল্প তথ্য প্রকাশ পাওয়ায় অন্য তথ্যগুলো এখনও অজানা। তবে উৎসুকরা মনে করছে এনভিডিয়া টেগরাথ্রি কোয়াডকোর থাকার সম্ভাবনা বেশি। সঙ্গে থাকবে চমৎকার ফিচার।

একই প্রতিবেদনে প্রকাশ, এ ছাড়াও গুগল অ্যানড্রইডের নতুন সংস্করণ প্রকাশ করবে। তাই পণ্যটিতে অবশ্যই এ সংস্করণ নিশ্চিতভাবেই থাকবে। আগ্রহীরা নতুন এ সংস্করণ অ্যানড্রইড ৩.০ এর মতো হবে না। এমনটা আশা করছে, কারণ এর কার্যক্রম সবারই জানা।

এদিকে খবরটি যেহেতু ভিত্তিহীন তাই আগ্রহীদের লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শ এদিকটাই খুব বেশি নজর দেওয়া উচিত হবে না। তাছাড়া আইও ইভেন্টের প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

বাংলাদেশ সময় ২০০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।