ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল বাংলাদেশ

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত বিনিয়োগবান্ধব: সজীব ওয়াজেদ জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত বিনিয়োগবান্ধব: সজীব ওয়াজেদ জয়

সাব্বিন হাসান

১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টায় ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেকনোলজি সামিট’ শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বিখ্যাত টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকুইস হোটেলে দিনব্যাপী এ প্রযুক্তিভিত্তিক সামিট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে রপ্তানী উন্নয়ন ব্যুরো ও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগীদের উদ্যোগে অনুষ্ঠিত এ সামিটে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠন গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স, যুক্তরাষ্ট্র প্যান এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেকনোলজি অ্যাসোসিয়েশন এবং নেটওয়ার্ক অব ইয়াং বাংলাদেশি আমেরিকান প্রফেশনালস সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সামিটে অংশগ্রহণ করে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং বাংলাদেশের দু’শতাধিক উর্ধ্বতন ব্যক্তি এ সামিটে অংশগ্রহণ করেন। নিউইয়র্কের উর্ধ্বতন ব্যবসায়ীরা ছাড়াও সামিটে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ এবং বৃহৎ আইটি প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রফেশনালরা এতে অংশ নেয়।

উল্লেখ্য, বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশি সামিটে অংশগ্রহণ করেন। পাশাপাশি বেসিস সদস্যভুক্ত ২০টিরও বেশি প্রতিষ্ঠান থেকে ৩০ জনের বেশি প্রতিনিধি এ সামিটে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, প্রধানমন্ত্রীর অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উপদেষ্টা আনির চৌধুরী। এবং আটলান্টাভিত্তিক আইটি প্রতিষ্ঠান এমআইথ্রির সভাপতি ড. সাইফুল খন্দকার।

এই সামিটের প্রথম পর্বে ‘র‌্যাপিড টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন অব বাংলাদেশ: অপরচুনিটিজ ফর ইউএস কোম্পানিজ’ শীর্ষক সেশনে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়।

সামিটের মূখ্য সঞ্চালক সজীব ওয়াজেদ জয় বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তির মানোন্নয়নে গৃহিত অবকাঠামো ও নীতি নির্ধারণ সহায়তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে মেধাবী প্রবাসীদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে এনআরবি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। অচিরেই প্রবাসীরা এর সুফল পেতে শুরু করবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, এরই মধ্যে বাংলাদেশের কৃষকরা তথ্যপ্রযুক্তির সার্বিক সুফল ভোগ করছে। ফলে বাংলাদেশের তৃণমূল অর্থনৈতিক উন্নয়নে তথ্যপ্রযুক্তি ভূমিকা রাখতে শুরু করেছে।

এই সামিটের দ্বিতীয় পর্বে ‘বিল্ডিং ডিজিটাল বাংলাদেশ: পার্টনারশিপ উইথ এনআরবি’ শীর্ষক সেশনে মূল বিষয়বস্তু উপস্থাপন প্রধানমন্ত্রীর অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উপদেষ্টা আনির চৌধুরী। সেশনে শতাধিক প্রবাসী বাংলাদেশি শিল্প উদ্যোক্তা এবং সফটওয়্যার প্রফেশনালরা অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি মাহবুব জামান। আরও ছিলেন বেসিসের সিনিয়র সহসভাপতি একেএম ফাহিম মাশরুর, যুগ্ম মহাসচিব তামজিদ সিদ্দিক স্পন্দন, পরিচালক এ কে সাব্বির মাহবুব, সামিট ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামিম আহসান।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩৫, অক্টোবর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।