ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিকল্প সাবমেরিন কেবল স্থাপন করবে বাংলাদেশ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০
বিকল্প সাবমেরিন কেবল স্থাপন করবে বাংলাদেশ

বাংলাদেশে ইন্টারনেট সেবা অবিচ্ছিন্ন রাখতে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৪ অক্টোবর বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন এ তথ্য জানান।

বিটিআরসি সূত্র জানিয়েছে, এরই মধ্যে খুলনা-ভারতের চেন্নাই রুট দিয়ে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বছরের নভেম্বর থেকে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের কাজ শুরু হতে পারে।

প্রায়ই সাবমেরিন কেবল লাইন কাটা পড়ায় বাংলাদেশ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়। আরেকটি বিকল্প ব্যাকআপ সাবমেরিন কেবল স্থাপন করা হলে এ সমস্যা থেকে তাৎক্ষণিক অব্যাহতি পাওয়া সম্ভব হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।