ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রেডিও কলের গান ডটকমে এফএম

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১২

অনলাইন রেডিও হলেও এফএমের মতো দিনের অধিকাংশ সময়ই সরাসরি সম্প্রচার করা হচ্ছে গপসপ। দিনের শুরুতে রাশিফল, দৈনন্দিন কাজের খুঁটিনাটি টিপস বা পছন্দের কোনো গান সব কিছু নিয়ে সুরেলা গপসপের তথ্যবহুল আয়োজন জেনিস সকাল দিয়ে।



এরপর শেয়ারবাজারের সবশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি আয়োজন বিজনেস আওয়ার। পড়ন্ত বিকেলে এসে আড্ডা জমবে শেষ বিকেলের গল্প, স্বপ্ন এক্সপ্রেস এবং দুর্লভ তথ্যভিত্তিক আয়োজন ‘জানা-অজানা’।

এদিকে রাতের আয়োজনে আছে শ্রোতাদের ভালোবাসার গল্প নিয়ে সাজানো ভালোবাসার গল্প। বিশ্বের জনপ্রিয় গানের সঙ্গে পরিচিতি নিয়ে ওয়ার্ল্ড মিউজিক, সরাসরি গপসপ সহজ কথা, কলের নিশিকথা এবং তরণ প্রজন্মের জীবনধারা নিয়ে কলের লাইফ স্টাইল।

এ ছাড়া নিয়মিত আয়োজনে আছে আদিবাসীদের জীবনধারা নিয়ে সাজানো আদিবাসীদের বৈচিত্র্যময় জীবন, পথের মাঝে হারিয়ে যাওয়া এরপর এভাবেই বেড়ে ওঠা মানুষের জীবনের গল্প নিয়ে রাস্তার রাজা এবং প্রজন্মের ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন নিয়ে কানেকটিং ইয়ুথ। আগ্রহীরা এসব আয়োজন জানতে (www.radiokolergan.com) এ সাইট ভিজিট করতে পারবেন যেকোনো সময়।

বাংলাদেশ সময় ২০৫৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।