ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অক্টোবরেই উইন্ডোজ ৮ পিসি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
অক্টোবরেই উইন্ডোজ ৮ পিসি

আগামি অক্টোবরে বাজারে থাকবে উইন্ডোজের সবশেষ ৮ সংস্করণ চালিত পিসি। কারণ গত সোমবার টরেন্টে মাইক্রোসফট উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম বিপণনের ঘোষণা দিয়েছে।

যে সময় বলা হয় বিশ্বে এর সুবিশাল বাজারে নতুন সংস্করণটি উন্মুক্ত হচ্ছে। সেইসাথে উইন্ডোজ ব্যবহারকারীরা বিশেষ সুবিধা সম্পন্ন কম্পিউটারও সংগ্রহ করতে পারবে। তবে অক্টোবরের কোন সময়ে পণ্যটি বাজারে ছাড়া হচ্ছে সে বিষয়টি এখন অপ্রকাশিত।

এছাড়া উইন্ডোজ ৮ কম্পিউটার প্রস্ততকারক প্রতিষ্ঠানের নাম প্রকাশের কথা আছে আগস্টের প্রথম সপ্তাহে।

এদিকে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের প্রত্যাশা উইন্ডোজ ৮ শরৎকালে বিপণনে যাচ্ছে, তারা নিশ্চিত করেছে মেশিনে চালুর উপযোগী পণ্যটি কেনাকাটার ছুটিতে পাওয়া যাবে।

গ্রাহক, ব্যবসায়ী যারা এ মুহূর্তে নতুন কম্পিউটার কিনতে চাচ্ছেনা তারা উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম কিনতে পারবে। যার ফলে কম্পিউটার সিস্টেমকে শক্তিশালী করার সুযোগ পাচ্ছে। মাত্র তিন বছরে উইন্ডোজের নতুন সংস্করণগুলো লক্ষণীয়ভাবে প্রকাশ হয়েছে। কিন্তু এবারের আপডেট বিশ্বব্যাপী উইন্ডোজ ভক্তদের চরম প্রত্যাশার। ১৯৯৫ সালে আবির্ভূত এ সফটওয়্যার অতি নিখুঁতভাবে পরিক্ষীত।

উল্লেখ্য, নতুন আপডেট অর্থাৎ উইন্ডোজ ৮ সংস্করণের অ্যাপলিকেশনগুলো ‘মোজাইক অব টাইলসে’ প্রদর্শিত হবে, এছাড়া ব্যক্তিগত পিসি কিংবা স্পর্শক ট্যাবলেট কমপিউটারে এটি ব্যবহারযোগ্য। মাইক্রোসফটের মুলভিত্তি স্থান ওয়াশিংটনের রেডমন্ড। এছাড়া ওএস এর নতুন সংস্করণে নিজস্ব ট্যাবলেট পরিচালন পরিকল্পনার প্রধান উদ্দেশ্য অ্যাপলের বহুল বিক্রিত আইপ্যাড। এদিকে মাইক্রোসফট এখন পর্যন্ত সার্ফেস নামের ট্যাবলেটের মূল্যের ব্যাপারে কিছু প্রকাশ করেনি। যে পণ্যটি বাজারের অন্যান্য ট্যাবলেটের বিরুদ্ধে লড়বে যার মধ্যে আছে অ্যামাজন ডট কমের কিন্ডল ফায়ার, নেক্সাস সেভেন, যেটি গুগল এ মাসের পরে উন্মুক্তের প্রস্তুতি নিয়েছে।

সুত্র মতে, উইন্ডোজ ৮ চালুর পেছনে রয়েছে প্রতিষ্ঠানের উচ্চ আকঙ্খা যার মুল উদ্দেশ্য হলো স্টক চলতি বছরের এপর্যন্ত ১৫ শতাংশ অর্জন করতে পেরেছে মাইক্রোসফট। বিপণন ঘোষণার দিন বিকালে দেখা গিয়েছে মাইক্রোসফটের শেয়ার ২৮ শতাংশ পতন হয়ে ২৯.৯১ ডলারে আছে।

মাইক্রোসফটের বেশিরভাগ টাচ-বেজড সফটওয়্যার উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে, বিষ্ময়কর পিক্সেল অর্জনের ঘোষণাও দেওয়া হয়েছে। তবে পিক্সেল ক্রয়ের ব্যাপারটি এখনও অপ্রকাশিত রয়েছে।

এদিকে উইন্ডোজ ৮ এর হিসাবের মধ্যে রাখা আছে ল্যাপটপ এবং বিভিন্ন ব্যক্তিগত কমপিউটার যে পণ্যগুলোতে এর চাহিদা বাড়ার প্রত্যাশা করছে মাইক্রোসফট।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘন্টা, ১০ জুলাই, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।