ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বুধবার থেকে ফেসবুক টাইমলাইন বাধ্যতামূলক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২
বুধবার থেকে ফেসবুক টাইমলাইন বাধ্যতামূলক

ঢাকা: ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা ফেসবুকের টাইমলাইন ফিচারটি বুধবার থেকে বাধ্যতামূলক করা হচ্ছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছে, “টাইমলাইন ফিচারটি একটি গল্পের মতো, যা ব্যবহারকারীর পুরো জীবনের চিত্র এক পাতায় তুলে ধরে।



টাইমলাইনে যোগ করা হয়েছে কাভার ফটো অপশনটি। যার মাধ্যমে একজন তার প্রোফাইল দেখতে পারবেন একটি ওয়েবসাইটের মতো করে।

বাধ্যতামূলক করার আগে থেকেই অনেকে টাইমলাইন ব্যবহার করে আসছেন। এখনও যারা বাকি আছেন বুধবার থেকে তারাও টাইমলাইন ফিচারের আওতায় চলে আসবেন।

বাংলাদেশ সময় ১৩৪০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।