ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন নির্মাতার শীর্ষস্থান হারাল অ্যাপল

প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
স্মার্টফোন নির্মাতার শীর্ষস্থান হারাল অ্যাপল

চলতি বছরের প্রথম কোয়ার্টারে অ্যাপল স্মার্টফোনের শিপমেন্ট ১০ শতাংশ কমেছে। গবেষণা সংস্থা আইডিসির উপাত্ত থেকে এমনটি জানা গেছে।

জানুয়ারি-মার্চে বিশ্বব্যাপী স্মার্টফোনের শিপমেন্ট ৭ দশমিক ৮ শতাংশ  বেড়ে ২৮৯ দশমিক ৪ মিলিয়ন ইউনিট বেড়েছে। ২০ দশমিক ৮ শতাংশ মার্কেট শেয়ারে স্যামসাং অ্যাপলকে সরিয়ে শীর্ষ নির্মাতার স্থান দখল করেছে।  

ডিসেম্বর কোয়ার্টারে শক্তিশালী পারফরম্যান্সে অ্যাপল স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে ওঠে। আবার বিক্রিতে ভাটা পড়ায় স্থান হারাল আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।  

১৭ দশমিক মার্কেট শেয়ার নিয়ে অ্যাপল আছে দ্বিতীয় স্থানে। হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ডগুলোর মার্কেট শেয়ার বেড়েছে। চীনের অন্যতম স্মার্টফোন নির্মাতা শাওমি ১৪ দশমিক ১ শেয়ার নিয়ে প্রথম কোয়ার্টারে তিন নম্বরে অবস্থান করছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং চলতি বছরের শুরুতে গ্যালাক্সি এস২৪ সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ে। কোম্পানিটি প্রথম কোয়ার্টারে ৬০ মিলিয়ন ফোনের শিপমেন্ট করে।  

গত বছরের গ্যালাক্সি এস২৩ স্মার্টফোনের তুলনায় প্রথম তিন সপ্তাহে এস২৪ স্মার্টফোনের বৈশ্বিক বিক্রি ৮ শতাংশ বাড়তি বলে এর আগে জানিয়েছিল উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট।

প্রথম কোয়ার্টারে অ্যাপল ৫০ দশমিক ১ মিলিয়ন আইফোনের শিপমেন্ট করে। গত বছরের একই সময়ে ৫৫ দশমিক ৪ মিলিয়ন ইউনিট শিপমেন্ট করে প্রতিষ্ঠানটি।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।