ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তারেক মাসুদের মুক্তির গান নিয়ে ওয়েবসাইট

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১২
তারেক মাসুদের মুক্তির গান নিয়ে ওয়েবসাইট

ঢাকা: প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত মুক্তির গান চলচ্চিত্র নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইটে মুক্তির গান সম্পর্কিত বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিওচিত্র পাওয়া যাচ্ছে।



আগ্রহীরা (www.tarequemasud.org/films/muktirgaan) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন। এ নির্মাণে কাজ করেছে মিডিয়া টেক্সট কমিউনিকেশন।

এ সাইটে মুক্তির গান ছাড়াও তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত প্রামান্যচিত্র মুক্তির কথা ও নারীর কথা সম্পর্কেও নানা তথ্য আছে।

এ বিশেষ ওয়েবসাইট সম্পর্কে ক্যাথরিন মাসুদ বাংলানিউজকে বলেন, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এটি মুক্তির গান সম্পর্কিত তথ্যসমৃদ্ধ সাইট। এ সাইটের মাধ্যমে সারাবিশ্বের মানুষকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মুক্তির গান সম্পর্কে জানাতে চাই।

বাংলাদেশ সময় ১৭৩২ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।