ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘উইন্ডোজ৭ হোয়াট ইজ নিউ’ শীর্ষক চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
‘উইন্ডোজ৭ হোয়াট ইজ নিউ’ শীর্ষক চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

২১ অক্টোবর মাইক্রোসফট বাংলাদেশ আয়োজিত ‘উইন্ডোজ৭ হোয়াট ইজ নিউ?‘ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (এআইইউবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় ঢাকায় অবস্থিত নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

এ প্রতিযোগিতায় এআইইউবি এর শিক্ষার্থী শাহরিয়ার রহমান বিজয়ী হিসেবে পুরস্কৃত হন।
বিজয়ী পুরস্কার হিসেবে শাহরিয়ার ‘ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা’ বিমান টিকেট এবং সিঙ্গাপুরে অবস্থিত মাইক্রোসফটের আঞ্চলিক সদর দপ্তর পরিদর্শনের সুযোগ পাবেন।

এ অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের ডেভেলপার ইভানজেলিস্ট অমি আজাদ, প্রোগ্রাম ম্যানেজার এইচ জে উজায়ের খাঁন পন্নী, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিশ্ববিদ্যালয়গুলোর বিভাগীয় প্রধানরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩২, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।