ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিগগির বাজারে আসছে টেকনো ক্যামন ৩০ সিরিজের ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মে ২০, ২০২৪
শিগগির বাজারে আসছে টেকনো ক্যামন ৩০ সিরিজের ফোন

ঢাকা: ইতোমধ্যে গ্লোবাল মার্কেটে ব্যাপক সাড়া ফেলেছে প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর ক্যামন ৩০ সিরিজ। অসংখ্য স্মার্টফোন ব্যবহারকারীর মন জয় করার পর এবার দেশের বাজারে লঞ্চ হতে পারে এ সিরিজের ফোন এমনটাই শোনা যাচ্ছে সবার মুখে মুখে।

এ সিরিজ বাজারে এলে ব্যবহারকারীদের স্মার্টফোন অভিজ্ঞতা আরও উন্নত হবে।  

অনুমান করা হচ্ছে, এ সিরিজের ডিভাইসগুলোতে থাকবে শক্তিশালী ক্যামেরা সিস্টেম, যা দেশের বাজারে ক্যামেরা ফোনের ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ সিরিজের গ্লোবাল রিভিউ থেকে জানা যাচ্ছে যে, স্মার্টফোনপ্রেমীরা এআইচালিত ইমেজিং প্রযুক্তির স্বাদ পাবে এ সিরিজের ডিভাইসে। এছাড়া সনির সঙ্গে টেকনোর অংশীদারিত্বের (কোলোবোরেশন) খবর থেকে প্রযুক্তি বিশেষজ্ঞরা আশা করছেন এ ২ টেক জায়ান্টের ইঞ্জিনিয়ারিং ক্যামন ৩০ সিরিজের ক্যামেরায় নতুন মাত্রা যোগ করবে।

টেকনো ইতোমধ্যেই ব্যবহারকারীদের মধ্যে ক্যামন সিরিজের ফোনের অত্যাধুনিক ফিচারের জন্য সুনাম অর্জন করেছে। ক্যামন সিরিজের নতুন ডিভাইস বাজারে নিয়ে আসার মাধ্যমে সামগ্রিক অভিজ্ঞতায় নতুনমাত্রা যোগ করতে প্রত্যয়ী এ ব্র্যান্ডটি। এ সিরিজের পাওয়ারফুল সব ফিচার স্মার্টফোনপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী এ স্মার্টফোন ব্র্যান্ড। তবে আসলে কি হতে যাচ্ছে বা ক্যামন সিরিজের ঠিক কোন ফোনটি বাজারে আসবে সেটি জানতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ২০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।