ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

অনলাইনে পাওয়া যাবে দু হাজার বছরের প্রাচীন গ্রন্থ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, অক্টোবর ২৩, ২০১০
অনলাইনে পাওয়া যাবে দু হাজার বছরের প্রাচীন গ্রন্থ

প্রায় দু হাজার বছরের পুরনো প্রাচীন গ্রন্থ বা হিব্রু ভাষার বাইবেল এখন পাওয়া যাবে সার্চ ইঞ্জিন গুগলে। ইসরাইল অ্যান্টিক্যুটিস অথরিটি এবং গুগল রিসার্চ অ্যান্ড ডেভলোপমেন্ট সেন্টারের যৌথ উদ্যোগ এ কাজ বাস্তাবায়ন হবে।

এরই মধ্যে এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরাইল অ্যান্টিক্যুইটিস অথরিটি বিশ্বের হাতে লেখা প্রাচীন গ্রন্থ, মোড়ানো কাগজ বা চামড়ার টুকরায় লেখা পত্র আবিস্কার করেছে তা অনলাইনে আপলোড করার দায়িত্ব এখন গুগলের কাঁধে। আগামী ছয় মাসের মধ্যেই এ লেখাগুলো ডিজিটাল ইমেজ আকারে অনলাইনে পাওয়া যাবে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।