ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্যামসাংয়ের ৮টি ফোন বিক্রি নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
স্যামসাংয়ের ৮টি ফোন বিক্রি নিষিদ্ধ!

ঢাকা: বিশ্বের শীর্ষ স্থানীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের ৮টি ফোন বিক্রি নিষিদ্ধ করার জন্য আদালতে সুপারিশ করবে।

ফোনগুলোর মধ্যে রয়েছে গ্যালাক্সি এস ৪জি, গ্যালাক্সি এস২ এটি অ্যান্ড টি, গ্যালাক্সি এস২ স্কাই রকেট, গ্যালাক্সি এস২ টি মোবাইল, গ্যালাক্সি এস২ এপিক ৪জি, গ্যালাক্সি এস শোকেজ, ড্রয়েড চার্জ এবং গ্যালাক্সি প্রিভেইল।



মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে একটি আদালত ট্যাবলয়েড ও মোবাইলের পেটেন্ট নকল করার অভিযোগে স্যামসাংকে সম্প্রতি ১ দমমিক ০৫ বিলিয়ন জরিমানা করায় অ্যাপল এ সুপারিশ করবে।

এদিকে, স্যামসাংয়ের বিরুদ্ধে অ্যাপলের করা মামলায় অ্যাপল জয়ী হওয়ায় গত সোমবার ওয়াল স্ট্রিটে এ কোম্পানির শেয়ার দর ১ দশমিক ৮৮ শতাংশ বা ৬৭৫ দশমিক ৬৮ ডলার হ্রাস পেয়েছে।

অ্যাপল স্যান জেন্স ও ক্যালিফোর্নিয়া জেলা আদালতকে ইতিমধ্যে প্রাথমিকভাবে স্যামসাংয়ের ওই ফোনগুলো নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে। এছাড়া এগুলো যাতে যুক্তরাষ্ট্রের বাজারে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয় তার জন্যও কাজ করে যাচ্ছে।

অন্যদিকে, স্যামস্যাংও আদালতে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের  ১০ দশমিক ১ মডেলের গ্যালাক্সি ট্যাবলয়েডটি যাতে বিক্রি নিষিদ্ধ না করা হয় তার জন্য আবেদন জানিয়েছে। তাদের দাবি সম্প্রতি আদালত যে রায় দিয়েছে তাতে স্যামসাংয়ের এই পণ্যটির পেটেন্ট নকল করার কোনও অভিযোগ নেই।

এদিকে, যুক্তরাষ্ট্রের এ রায়ের ফলে বিশ্ব বাজারে স্যামস্যাংয়ের শেয়ার মূল্য ৭ শতাংশ কমে যায়। ফলে শেয়ারহোল্ডারা এ বিষয়টি নিয়ে বেশ শঙ্কিত।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি আদালত পেটেন্ট নকল করার দায়ে স্যামসাং কোম্পানিকে দোষী বলে রায় দেয় এবং অ্যাপলকে ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।