ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৫ হাজারে ইপিসি নেটবুক

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
২৫ হাজারে ইপিসি নেটবুক

আসুস ইপিসি ‘এক্স১০১সিএইচ’ মডেলের নতুন কভারের নেটবুক এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। লাল, বাদামী এবং সাদা ৩টি ভিন্ন রঙে এসেছে এ নেটবুক।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এক ইঞ্চি সরু এবং এক কেজি ওজনের এ নেটবুকটি সহজে বহনযোগ্য। আর বৈশিষ্ট্যের মধ্যে আছে ১.৬ গিগাহার্টজ গতির ইন্টেল অ্যাটম ডুয়্যাল কোর প্রসেসর, ২ জিবি ডিডিআর(৩) র‌্যাম, ৩২০ জিবি হার্ডডিস্ক এবং ১০.১ ইঞ্চির ডিসপ্লে।

এ ছাড়াও বিনোদন সংযোগে আছে বিল্টইন গ্রাফিকস, এইচডি অডিও, ১০/১০০ ল্যান, ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, ২টি (২.০) ইউএসবি পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট সুবিধা।

এ মুহূর্তে সর্বোচ্চ দাম ২৫ হাজার টাকা। এ পণ্যটি আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি ছাড়াও আসুস পণ্য বিক্রেতাদের কাছে পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৮০৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।