ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সেলফোন বিকিরণে ভারতে নতুন আইন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
সেলফোন বিকিরণে ভারতে নতুন আইন

ঢাকা: মোবাইল ফোনের ‘ক্ষতিকর’ বিকিরণের সম্ভাব্য প্রভাব থেকে বাঁচতে নতুন বিধান করতে যাচ্ছে ভারত সরকার।

মোবাইল ফোনের বিকিরণ মানুষের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে কি না সে বিষয়টি এখনো নিশ্চিতভাবে প্রমাণিত নয়।

তারপরও সতর্কতা হিসেবে এ নতুন বিধান করতে যাচ্ছে ভারত।

আগামী শনিবার থেকে নতুন বিধান কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, মোবাইল টাওয়ার স্থাপনে কোনো কোম্পানি এসব বিধান না মানলে টাওয়ারপ্রতি পাঁচ লাখ রুপি জরিমানা দিতে বাধ্য থাকবে।

এছাড়া টাওয়ার থেকে বিপজ্জনক বিকিরণ মাত্রা আগের চেয়ে দশ ভাগের এক ভাগ নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের এখন থেকে অবশ্যই এসব বিধান মেনে আমদানি করতে হবে। সব ফোনে অবশ্যই হ্যান্ডসফ্রি সুবিধা থাকতে হবে।

তবে বর্তমান ফোনসেটগুলোর জন্য এ বিধান মানতে হবে না। কিন্তু ২০১৩ সালের আগস্টের পর এ বিষয়ে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময় ২১২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।