ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসেছে নতুন কিনডল ফায়ার

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২
এসেছে নতুন কিনডল ফায়ার

১০ ইঞ্চি অবয়বের কিন্ডল ফায়ার আসছে এমন গুজব ছড়িয়ে পড়েছিল পুরো ওয়েবে। শেষ পর্যন্ত খবরটি গুজবই থেকে যাচ্ছে কারণ ১০ ইঞ্চি নয় আসছে ৮.৯ ইঞ্চির উচ্চক্ষমতা সম্পন্ন নতুন কিন্ডল ফায়ার।

যেটি হবে অ্যামাজনের রঙিন ইবুক। অপারেটিং সিস্টেম হিসেবে নির্বাচন করা হয়েছে গুগলের অ্যান্ড্রুয়েড ৪.০ সংস্করণ। যুক্তরাষ্ট্রে এ মুহূর্তে আগাম অর্ডারে পাওয়া যাচ্ছে ওয়াই-ফাইসহ ৪জি ভার্সনটি। এরপর ইউরোপীয় দেশগুলো পেতে যাচ্ছে নতুন এই কিন্ডল ফায়ার। আগামি ২০ নভেম্বরে পণ্যটি বাজারজাতের কথা আছে।

তাই ১০ ইঞ্চির বদলে ছোট অবয়বের এ পণ্যটি ব্যবহারকারীদের প্রত্যাশা অনুযায়ী হচ্ছেনা। কিন্ডল ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী ৪জি এলটিই কিংবা ওয়াইফাই ভার্সন বেছে নেওয়ার সুযোগ পাবে।

যদিও প্রতিষ্ঠানের পক্ষে পণ্য বৈশিষ্ট্য সম্পর্কে সেভাবে কিছু বলা হয়নি তবে এখন পর্যন্ত পাওয়া আইসক্রিম স্যান্ডউইচ-ভিত্তিক ট্যাবলেটের বৈশিষ্ট্যগুলো ১.৫ গিগাহার্টজ ডুয়্যাল কোর প্রসেসর, এখনকার খবর অনুযায়ী শুধুমাত্র নির্বাচিত মডেলেগুলোতে ৪জি এলটিই সাপোর্ট করবে। ৮.৯ ইঞ্চির পর্দার ১০ টা পয়েন্ট টাচস্ক্রিন সমর্থিত, পিক্সেলের মাত্রা ১৯২০ বাই ১২০০। এছাড়া আইপিএস ডিসপ্লেতে উন্নত পোলারাইজিং বা প্রতিরোধযোগ্য ফিল্টার এবং তীক্ষ্ন-দৃষ্টি বিরুদ্ধ প্রযুক্তি রয়েছে।

সিপিইউ ১.৫ গিগাহার্টজ ডুয়্যাল কোর ওএমএপি৪৪৭০ প্রসেসর, আইপিএস পূর্ণ পর্দা, স্টেরিও স্পিকার। ১৬ জিবি থেকে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ,ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রো-ইউএসবি পোর্ট, মাইক্রো এইচডিএমআই, ৩.৫ মিমি. স্টেরিও জ্যাক। লম্বা ৯.৪ চওড়া ৬.৪ এবং পুরুত্ব ০.৩৫ ইঞ্চি। ওজন ৫৬৭ গ্রাম।
মাল্টিমিডিয়া সমর্থনকৃত ফরমেটগুলো- কিন্ডল( এজেডডব্লিউ), টিএক্সটি, পিডিএফ, জেপিইজি, জিআইএফ, পিএনজি, বিএমপি, এমপিথ্রি, এমআইডিআই. এমপি৪, এএসি, সিএসএসথ্রি, এইচটিএমএল৫, থ্রিজিপি, ভিপিএইট,এমআইডিআই ছাড়াও অনেক ফরমেট। এছাড়া ১০৮০ পিক্সেলের ভিডিও প্রদর্শনে সক্ষম।  

আরো আছে অ্যামাজন সিল্ক ব্রাউজারের নতুন সংস্করণ ,স্কাইপি এবং উন্নতমানের সাউন্ড ডলবি ডিজিটাল প্লাস। এর এক্স-রে কনটেন্ট এনালাইসিস ফিচার যা ব্যবহারকারীকে টেক্স ফাইল অথবা ভিডিও ক্লিপের নির্দিষ্ট বিষয়ের অনেক তথ্য সুবিধা দিবে। ‘কুইক ট্যাপ’ ব্যবহারকারীকে তথ্য সুত্র যেমন উইকিপিডিয়া, আইএমডিবি এবং ইউটিউব সম্পর্কে অবহিত করবে। তবে গুগল প্লে সুবিধা এখন নেই।

অন্য দেশগুলোতে পণ্যটি আসছে কবে এবং দাম কত হতে পারে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে বিদ্যমান কয়েকটি ওয়াইফাই ১৬ জিবির দাম ৩০০ ডলার এবং ৩২ জিবি ৩৭০ ডলার। এছাড়া ৪জি সহ ওয়াইফাই ৩২ জিবি ৫০০ ডলার এবং ৬৪ জিবি পড়বে ৬০০ ডলার।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘন্টা, ৯ সেপ্টেম্বর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।