ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫২৯ ইউরোতে আইফোন ৫!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
৫২৯ ইউরোতে আইফোন ৫!

স্মার্টফোনের ইতিহাসে সবচেয়ে হালকা, পাতলা আর দ্রুতগতির নিশ্চয়তা নিয়ে অবশেষে সামনে এল আইফোন ৫। স্টিভ শূন্য অ্যাপল মঞ্চ তাই ততটা নন্দিত নয়, যতটা স্টিভের সময় ছিল।

তবুও স্টিভহীন মঞ্চে তাঁর স্বপ্নের পণ্যেই আত্মপ্রকাশ করল।

পুরো বিশ্বের অ্যাপল ভক্তদের দীর্ঘ অপেক্ষায় রেখে টানাপোড়েনের মধ্যেই ছিল অ্যাপল। সঙ্গে ছিল স্যামসাং গ্যালাক্সির সঙ্গে আইনি লড়াই। এ লড়াইয়ের পূঁজিটা অবশ্য ভোক্তা অনুকূলেই গিয়েছে। এ সময়ের ব্যস্ত নাগরিক জীবনকে আরও খানিকটা সহজবোধ্য, সাবলীল আর গতিময় করতে অ্যাপল নিয়ে এল খুদে জাদুযন্ত্র আইফোন ৫।

যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো শহরেই মঞ্চায়িত হলো আইফোন ৫ এর প্রথম দৃশ্যপট। দারুণ নাটকীয়তা আর টানটান উত্তেজনায় মঞ্চে এল অ্যাপলের প্রধান বিপণন কর্তা ফিল স্কিলার। বললেন আজ বিশ্বে উন্মোচিত হতে যাচ্ছে অভাবনীয় পণ্য। আমরা স্টিভের পথপ্রদর্শক। তাই চমক দেওয়াটাও আমাদের গুরুদায়িত্ব। এ কারণেই অনভিপ্রেত বিলম্ব। তবে প্রত্যাশাকে মোটেও খাটো করবে না নতুন আইফোন ৫।

অবয়বে এবারে লম্বায় খানিকটা বড় দৃশ্যপট (৪ ইঞ্চি) লাখ লাখ অ্যাপের সুবিশাল কারখানা তুলে ধরতে সজ্জিত অ্যাপ রাজ্য। সবশেষ আইফোন ৪এসের তুলনায় আইফোন ৫ এ হবে ১৮ ভাগ পাতলা এবং ২০ ভাগ হালকা। এ ছাড়াও এভরিথিং এভরিহোয়্যার (ইই) ফোরজি এলটিই নেটওয়ার্কে দারুণ মানানসই হবে আইফোন ৫।

তবে ২০১৩ সালের আগে এ নেটওয়ার্ক খুব বেশি কার্যকর না হলেও আগাম প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে আইফোন ৫। ওভামের টেলিকম বিশেষজ্ঞ ম্যাথিউ জানান, এটা সত্য যা অ্যাপল ভেবেছে তা অন্যদের জন্য কঠিন ভাবনা। এমন ভবিষ্যৎ ভাবনা অ্যাপলই ভাবতে পারে।

বৈশিষ্ট্যেয় অনন্য
ফেসটাইম এইচডি ক্যামেরা, ইনভিজিবল সেন্সর, ৮ মেগাপিক্সেল ক্যামেরা (ফুল এইচডি ১০৮০ পিক্সেল), লম্বাটে ৪ ইঞ্চি পর্দা, নতুন অ্যান্টেনা লোকেশন এবং ০.২৮ ইঞ্চির পুরু অবয়ব এসবই অনন্য বৈশিষ্ট্যের অধিকারী করেছে আইফোন ৫ মডেলকে।

তবে আইফোন ৫ এর দামের ঘরে সুনিশ্চিত কোনো অঙ্ক বসায়নি অ্যাপল। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, ১৬ জিবির আইফোন ৫ এর দাম ৫২৯ ইউরো নির্ধারিত হতে পারে। এ হিসাবে গ্যালাক্সি এসথ্রির দাম ৪৫০ ইউরো। দামের দিক থেকে কি চমক আনবে অ্যাপল তা এখনো সুস্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের ইয়েরবা বুয়েনা সেন্টারের আইফোন ৫ এর প্রথম আত্মউন্মোচন মঞ্চে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক উপস্থিত দর্শকদের উদ্দেশ্য বলেন, এখন থেকে অ্যাপলপ্রেমীরা ৭ লাখেরও বেশি অ্যাপ উপভোগ করতে পারবেন। এটি এ শিল্পের সর্ববৃহৎ সংগ্রহশালা।

এখনো করপোরেট বিশ্বে কানাডিয়ান নির্মাতা রিসার্চ ইন মোশন উদ্ভাবিত ব্ল্যাকবেরি দারুণ জনপ্রিয়। তবে তারা মার্কেট চ্যালেঞ্জে দারুণ সংকটে আছে। আইফোন ৫ এর লক্ষ্য তাই করপোরেট বিশ্বকে দারুণভাবে চমকে দেওয়া। ব্যবসাকে আরও গতিশীল করতে সার্বক্ষণিক সহজ যোগাযোগে আইফোন ৫ হবই প্রথম পছন্দ। সহাস্য ভঙ্গিতেই কথাগুলো বললেন স্টিভের জাদুমঞ্চের নতুন অতিথি টিম কুক।

শুধু আইফোন ৫ নয়, আসন্ন আইপ্যাডেও যেন করপোরেট ভোক্তাদের এ সময়ের সব আধুনিক সুবিধাই থাকে তা নিশ্চিত করবে অ্যাপল। বিশ্বের বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি সূত্র বলছে, এ মুহূর্তে পুরো বিশ্বের স্মার্টফোন মার্কেটে স্যামসাংয়ের কর্তৃত্ব ৩২.৬ ভাগ। আর অ্যাপলের নিয়ন্ত্রণে আছে ১৭ ভাগ।

এটা অবশ্য বছরের তৃতীয় ত্রৈমাসিকের হিসাব। তবে বছরের শেষ তিনমাসে অ্যাপল এ ব্যবধানটা কমিয়ে আনবে এমনকি তা অতিক্রমও করতে পারে। এমনটাই মন্তব্য করছেন বাজার বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময় ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।