দেশজুড়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সফটওয়্যার মুক্ত দিবস পালন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। ১৫ সেপ্টেম্বর দিবসটি উপলক্ষে বিডিওএসএনের প্রধান কার্যালয়ে ছিলো কেক কাটা আর মুক্ত আড্ডার আয়োজন।
এতে মুক্ত দর্শনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান ও বেসিস ফ্রিল্যান্সার পুরস্কারজয়ী সাঈদ ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বিডিওএসএনের জাবেদ মোর্শেদ চৌধুরি, কোষাধ্যক্ষ ও পাবলিক রিলেশন সমন্বয়ক নুরুন্নবী চৌধুরী হাছিব, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার সুবিন, সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য নাসির খান সৈকত, বিডিওএসএনের প্রোগ্রাম সমন্বয়ক প্রমি নাহিদ, বেসিস ফ্রিল্যান্সার পুরস্কারজয়ী এনায়েত হোসেন রাজীব, শাওন ভূঁইয়াসহ বিডিওএসএনের সদস্যরা।
সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার অনেকেই উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি বিডিওএসএনের সহযোগী সারা দেশের ১২টি ওপেন সোর্স নেটওয়ার্কও (ওএসএন) নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করছে। র্যালি, মুক্ত আড্ডা, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বাংলা উইকিপিডিয়া সহায়িকা বিতরণসহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।
বাংলাদেশ সময় ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর