ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিন্টার কেনা ছাড়াই প্রিন্ট সেবা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
প্রিন্টার কেনা ছাড়াই প্রিন্ট সেবা

প্রিন্টার কেনা ছাড়াই করপোরেট প্রতিষ্ঠানে প্রিন্ট সেবা দেওয়া ঘোষণা দিয়েছে কম্পিউটার সোর্স।

ম্যানেজড প্রিন্ট সার্ভিসেস নামের নতুন এ সেবার আওতায় লেক্সমার্কের সাধারণ ও গ্রাহক চাহিদার ভিত্তিতে কম খরচে প্রিন্ট, কপি এবং ফ্যাক্স সেবাও উপভোগ করতে পারবেন করপোরেট প্রতিষ্ঠানগুলো।



এরই ধারাবহিকতায় দেশে প্রথম এমন ঝামেলাহীন সেবা গ্রহণ করেছে পার্কসিন বিডি।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর তিন বছর মেয়াদী ‘প্রিন্ট সেবা’ চুক্তি সই করে বিখ্যাত কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস প্রতিষ্ঠান টিএনটি এক্সপ্রেস বাংলাদেশ।

এতে চুক্তি সইয়ের সময় কম্পিউটার সোর্সের হেড অব ইনস্টিটিউশনাল সেলস অ্যান্ড প্রোডাক্ট ম্যনেজার (লেক্সমার্ক) এএসএমএম মনোয়ার সাগর এবং টিএনটি এক্সপ্রেস বাংলাদেশের ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন) ফরহাদ আহমেদ। লেক্সমার্ক ইনকপরপোরেশনের এশিয়া অঞ্চলের প্রধান ফ্রান্সিস চোয়া, টিএনটি এক্সপ্রেসের কান্ট্রি ম্যানেজার রাজিব ভট্টাচার্জ, কম্পিউটার সোর্সের পরিচালক এসএম মুহিবুল হাসান উপস্থিত ছিলেন।

ম্যানেজড প্রিন্ট সার্ভিসেসের আওতায় মাসে ন্যূনতম দুই হাজার কপি প্রিন্ট করতে হবে গ্রাহকদের। তবে এ সেবা তিন বছর চুক্তির মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য বলে বাংলানিউজকে জানানো হয়েছে। হ্যালো: ০১৭৩০ ৩৪১৫৭৭।

বাংলাদেশ সময় ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।