ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নিউ মিডিয়ার উপযোগী করে বেতারে বৈচিত্র্যময় অনুষ্ঠান তৈরি করতে হবে: উপদেষ্টা নাহিদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, সেপ্টেম্বর ২৩, ২০২৪
নিউ মিডিয়ার উপযোগী করে বেতারে বৈচিত্র্যময় অনুষ্ঠান তৈরি করতে হবে: উপদেষ্টা নাহিদ

ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, নিউ মিডিয়ার উপযোগী করে বেতারে বৈচিত্র্যময় অনুষ্ঠান তৈরি করতে হবে। বেতারের অনুষ্ঠান যত যুগোপযোগী হবে, বেতার তত জনগণের কাছাকাছি যেতে পারবে।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতনিমিয় সভায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বেতারকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নির্মোহভাবে প্রচার করতে হবে। বেতারের অনুষ্ঠান তৈরিতে রাষ্ট্রের স্বপ্ন ও জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। বেতারে সরকারের উন্নয়নের বার্তা প্রচারের পাশাপাশি জনগণের জীবনের গল্প প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে।  

উপদেষ্টা বেতারের সংস্কার প্রস্তাব প্রণয়ন করে তা দ্রুত উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ বেতারের কার্যক্রম ও সাংগঠনিক কাঠামোর বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম।  

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত মো. নজরুল ইসলাম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ ও প্রধান প্রকৌশলী মুনীর আহমদ বক্তব্য দেন।  

মতবিনিময় সভা শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাতীয় বেতার ভবন আধুনিকায়ন ও ডিজিটাল স্টুডিওসহ মাস্টার কন্ট্রোল রুমের উদ্বোধন করেন এবং বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগের স্টুডিও ঘুরে দেখেন। এরপর উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে বেতারে সাক্ষাৎকার দেন।  

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।