ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে নতুন লাইফবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১২

জাপানি অরিজিন ফুজিৎসু ব্রান্ডের নতুন মডেলের লাইফবুক এখন দেশের বাজারে। এটি করপোরেট ও শিক্ষার্থীদের জন্য ব্যবহারযোগ্য।

মূল পর্দা ১৪ ইঞ্চি।

ফুজিৎসু ‘এলএইচ৫৩২ মডেলের’ লাইফবুকে আছে ২ জিবি ডিডিআর(৩) র‌্যাম এবং ৫০০ জিবি হার্ডডিস্ক। এতে ডিটিএস বুস্ট সফটওয়্যার ব্যবহার করায় সাউন্ড কোয়ালিটি ভিন্ন রকমের অভিজ্ঞতা দেবে।

ছয় সেল ব্যাটারির এ লাইফবুকের ব্যাকআপ সাড়ে ৪ ঘণ্টা পর্যন্ত। ব্লুটুথ ভি৪.০, ইউএসবি ৩.০, ওয়াইফাই এবং ৭২০পি এইচডি ওয়েবক্যাম ছাড়াও বহনযোগ্য পিসির সব ধরনের সুবিধা আছে। লাইফবুকে আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।

ডুয়্যাল কোর প্রসেসরের লাইফবুকের দাম ৩৭ হাজার ৯০০। কোরআই থ্রির দাম ৪৬ হাজার ৮০০ টাকা। লাল, কালো ও ল্যাভেন্ডার তিনটি আকর্ষণীয় রঙের লাইফবুকের সঙ্গে উপহার থাকছে একটি ক্যারিকেস।

বাংলাদেশ সময় ২২২৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।