ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট ব্যয় কমাতে প্রস্তাব

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১২
ইন্টারনেট ব্যয় কমাতে প্রস্তাব

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাসরুর এবং মহাসচিব রাসেল টি আহমেদ।

এ সময়ে বেসিস নেতারা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় আইটি উদ্যোক্তাদের পক্ষ থেকে মন্ত্রী সাহারা খাতুনকে স্বাগত জানান।



প্রসঙ্গত, বেসিস নেতারা গত জানুয়ারি মাসে বিটিআরসি প্রণীত খসড়া ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভাস) নীতিমালা অবিলম্বে বাস্তবায়ন এবং ইন্টারনেট ব্যান্ডউইথের সেবাব্যয় কমানোর ব্যাপারে একটি লিখিত প্রস্তাবনা দাখিল করেন। এ ব্যাপারে মন্ত্রীর আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করা হয়।

সাহারা খাতুন বেসিস নেতাদের দাবিগুলো শোনেন এবং এ ব্যাপারে যথাসম্ভব সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।