ঢাকা : তথ্যপ্রযুক্তির ব্যবহার যতো বেশি হবে, দেশ ততো বেশি এগিয়ে যাবে। তাই আমাদের দেশকে প্রযুক্তির মাধ্যমে বদলাতে হবে।
১০ অক্টোবর বুধবার জাতীয় প্রেসক্লাবে অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজনে ‘পেশাগত দক্ষতা উন্নয়নে আইসিটি বই এবং বাংলা অপারেটিং সিস্টেম’ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দেশে যতো বেশি তথ্যপ্রযুক্তি ব্যবহার বাড়ানো যাবে, ততো বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এভাবে দেশ এগিয়ে যাবে।
তথ্যপ্রযুক্তিতে মাতৃভাষাকে বেশি করে প্রাধান্য দিতে হবে। তা না হলে যারা বাংলা ভাষা ভালোমত বুঝতে পারেন না তাদের কাছে এ ভাষা কঠিন হয়ে উঠতে পারে। ডিজিটাল বাংলাদেশ হবে সবার জন্য। এখানে প্রতিবন্ধীরাও যেন বাদ না পড়ে।
এদেশে নারী ও পুরুষের ভেদাভেদের অবসান ঘটাতে হবে। নারীরা এখন আর পিছিয়ে নেই। যেমন বাংলাদেশে হিমালয় জয়ী ছেলে ২ জন এবং মেয়ে ২ জন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন পেড্রো জিনাস।
বাংলাদেশ সময় ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
এমআইএস/ সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর [email protected]