ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৯০০ টাকায় থ্রিজি সিম

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১২

দেশে এখন থ্রিজি প্রযুক্তির উন্মাদনা চলছে। সবাই থ্রিজির সুবিধা পেতে আগ্রহী।

কিন্তু টেলিটক সিম ছাড়া আপাতত আর কোনো বিকল্প নেই এ সেবা পাওয়ার। ৯০০ টাকায় থ্রিজি সিম বিক্রি শুরু হয়েছে। টেলিটক সূত্র এ তথ্য দিয়েছে।

অন্য অপারেটরের গ্রাহকেরা ৯০০ টাকার বিনিময়ে নতুন টেলিটক থ্রিজি সিম কিনলে সঙ্গে পাচ্ছেন ১ হাজার মিনিট টকটাইম। এর মধ্যে ৫০০ মিনিট অডিও। আর অবশিষ্ট ৫০০ মিনিট ভিডিও কলের জন্য প্রযোজ্য। আছে ১ হাজার এসএমএস ফ্রি। প্যাকেজে আরো আছে ১ জিবি ইন্টারনেট উপভোগের বাড়তি সুবিধা।

থ্রিজি প্রযুক্তির এ সিম ভয়েস কল, মোবাইল টিভি এবং দ্রুত গতির ইন্টারনেট সুবিধা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। আরো আছে ভিডিও স্ট্রিমিং, রিয়েল টাইম ইন্টারঅ্যাকটিভ গেমিং, মিউজিক, অডিও চ্যাটিং, সামাজিক যোগাযোগ সাইটে নিরবিচ্ছিন্ন সংযোগ ছাড়াও বিভিন্ন গতির রিয়েল টাইম ইন্টারনেট স্পিড।

ইন্টারনেট ডাটা প্ল্যানে আছে ৫১২ কেবিডিএস গতির ৩টি প্যাকেজ। ১ জিবির ১০ দিনের মেয়াদে ২০০ টাকা, ২ জিবির ৩০ দিনের মেয়াদে ৫০০ টাকা এবং ১০ জিবির ৩০ দিনের মেয়াদে ১ হাজার টাকা সেবাব্যয় নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা (১২৩৪) নম্বরে কল করে আরো সুনির্দিষ্ট তথ্য পাবেন। এ ছাড়াও (িি.িঃবষবঃধষশ.পড়স.নফ) এ সাইটে তথ্য দেওয়া আছে। এমনটাই জানাাচ্ছে টেলিটক সূত্র।

বাংলাদেশ সময় ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১২৯০০ টাকায় থ্রিজি সিম
সাব্বিন হাসান, আইসিটি এডিটর

দেশে এখন থ্রিজি প্রযুক্তির উন্মাদনা চলছে। সবাই থ্রিজির সুবিধা পেতে আগ্রহী। কিন্তু টেলিটক সিম ছাড়া আপাতত আর কোনো বিকল্প নেই এ সেবা পাওয়ার। ৯০০ টাকায় থ্রিজি সিম বিক্রি শুরু হয়েছে। টেলিটক সূত্র এ তথ্য দিয়েছে।

অন্য অপারেটরের গ্রাহকেরা ৯০০ টাকার বিনিময়ে নতুন টেলিটক থ্রিজি সিম কিনলে সঙ্গে পাচ্ছেন ১ হাজার মিনিট টকটাইম। এর মধ্যে ৫০০ মিনিট অডিও। আর অবশিষ্ট ৫০০ মিনিট ভিডিও কলের জন্য প্রযোজ্য। আছে ১ হাজার এসএমএস ফ্রি। প্যাকেজে আরো আছে ১ জিবি ইন্টারনেট উপভোগের বাড়তি সুবিধা।

থ্রিজি প্রযুক্তির এ সিম ভয়েস কল, মোবাইল টিভি এবং দ্রুত গতির ইন্টারনেট সুবিধা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। আরো আছে ভিডিও স্ট্রিমিং, রিয়েল টাইম ইন্টারঅ্যাকটিভ গেমিং, মিউজিক, অডিও চ্যাটিং, সামাজিক যোগাযোগ সাইটে নিরবিচ্ছিন্ন সংযোগ ছাড়াও বিভিন্ন গতির রিয়েল টাইম ইন্টারনেট স্পিড।

ইন্টারনেট ডাটা প্ল্যানে আছে ৫১২ কেবিডিএস গতির ৩টি প্যাকেজ। ১ জিবির ১০ দিনের মেয়াদে ২০০ টাকা, ২ জিবির ৩০ দিনের মেয়াদে ৫০০ টাকা এবং ১০ জিবির ৩০ দিনের মেয়াদে ১ হাজার টাকা সেবাব্যয় নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা (১২৩৪) নম্বরে কল করে আরো সুনির্দিষ্ট তথ্য পাবেন। এ ছাড়াও (www.teletalk.com.bd) এ সাইটে তথ্য দেওয়া আছে। এমনটাই জানাাচ্ছে টেলিটক সূত্র।

বাংলাদেশ সময় ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।