ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৯৯ ডলারে মাইক্রোসফট ট্যাব

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
৪৯৯ ডলারে মাইক্রোসফট ট্যাব

মাইক্রোসফটের তৈরি ট্যাবের নাম সারফেস। এটা নতুন তথ্য নয়।

তবে নতুন সারফেস তৈরিতে আইপ্যাডের বাজারমূল্য সর্বোচ্চ বিবেচনায় নিয়েছে মাইক্রোসফট। আর এ দাম কোনোভাবেই আইপ্যাডের চেয়ে বেশি হবে না। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে নতুন সারফেস বিক্রির উদ্দেশ্য অনলাইনে প্রিঅর্ডার নেওয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে ৩২ জিবি মেমোরির এ ট্যাবের দাম সম্ভাব্য দাম হবে ৪৯৯ ডলার। আর ৬৪ জিবির বান্ডেল প্যাকেজের দাম হবে ৬৯৯ ডলারের কাছাকাছি।

এ মুহূর্তে আসন্ন আইপ্যাড মিনির দামও এ সীমার মধ্যেই আছে। ৩২ জিবির কম মেমোরি হওয়া সত্ত্বেও নতুন আইপ্যাডের দাম ৪৯৯ ডলার। যদিও আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে ‘আইপ্যাড মিনি’ সবচেয়ে কমদামের অ্যাপল ট্যাব হিসেবে বাজারে আসবে। এমনটাই জানিয়েছে সূত্রগুলো।

এদিকে আগামী ২৬ মাইক্রোসফট বিশ্ববাজারে সারফেস মডেলের নতুন ট্যাব অবমুক্ত করবে। শুরুতে যুক্তরাষ্ট্র এবং কানাডার মাইক্রোসফট স্টোরে এ ট্যাব সরাসরি বিক্রি হবে। এ ছাড়াও বিশ্বের ৮টি দেশে অনলাইনে বিক্রি হবে সারফেস। এর মধ্যে আছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার বলেন, এ সারফেস ট্যাব বাজারে আইপ্যাড চ্যালেঞ্জার হবে। বিল্টইন স্ট্যান্ড এবং অলট্রা থিন অবয়বের এ ট্যাবলেটের কিবোর্ডেও রঙিন স্পর্শ পাবে ভোক্তারা। এটি হবে ‘ওয়ার্কস অ্যান্ড প্লে’ মুডের এটি ট্যাব। অপারেটিং সিস্টেমে থাকছে উইন্ডোজ ৮ সংস্করণ।

বাংলাদেশ সময় ২১৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।