ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৫০০ টাকায় তারহীন মাউস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১২
১৫০০ টাকায় তারহীন মাউস

সুপরিচিত এফোরটেক ব্র্যান্ডের ‘জি১১-৫৭০এইচএক্স’ মডেলের নতুন ওয়্যারলেস মাউস এখন দেশে। এতে ব্যবহৃত হয়েছে ডুয়্যাল অপটিক লেন্সের হোললেস ইঞ্জিন।



এটি ময়লা এবং তরল জাতীয় পদার্থ থেকে মাউসের সেন্সরটিকে মুক্ত রাখে। তাই দীর্ঘদিন মাউসটি ব্যবহারেও উচ্চমাত্রায় নির্ভুল ও নিখুঁত নির্দেশনা প্রদান করে। মাউসে আছে রিচার্জেবল ব্যাটারি। এটি ইউএসবি চার্জযোগ্য।

মাউসটির স্ক্রল হুইলে আছে লাল বর্ণের লাইট। এটি ব্যাটারি চার্জের অবস্থা জানাতে বিভিন্ন নির্দেশনা প্রদান করে। ওয়্যারলেস এ মাউসটি রিসিভার থেকে সর্বোচ্চ ১৫ মিটার দূরত্বেও কাজ করে।

আরো আছে পাওয়ার সেভিং ম্যানেজমেন্ট, নো ল্যাগ প্রযুক্তি এবং ফোরওয়ে হুইল ফিচার। এ মুহূর্তে দাম ১ হাজার ৫০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ মাউস পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২০২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।