বিশ্বে সভ্য জগতে বসবাসকারী প্রায় সবাই ইন্টারনেটবান্ধব পণ্যের উপর কমবেশি নির্ভরশীল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোবাইল, কমপিউটার, ল্যাপটপসহ হাজার ধরনের ইন্টারনেটবান্ধব পণ্য।
উল্লেখ্য, গত এক দশকে এমনই প্রমান পাওয়া গেছে বলে ম্যাসন পরিচালিত জরিপে প্রকাশ পেয়েছে। আগামী দশকে অর্থাৎ ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে আরও ১ হাজার ৬০০ কোটি ইন্টারনেটবান্ধব পণ্য ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে বলে এ জরিপ সূত্র জানিয়েছে।
ম্যাসনের প্রধান গবেষক জিম মরিস জানান, আগামী দশ বছরে বিশ্বের প্রতিটি মানুষের জন্য গড়ে ০.৮ থেকে ৫.৮টি ইন্টারনেটবান্ধব পণ্য তৈরি হবে। তার ভাষ্যমতে, স্মার্টফোনের সুবাদে এ কোটা পূর্ণ হবে। এ মুহূর্তে সর্বাধিক ব্যবহৃত এবং জনপ্রিয় প্রাযুক্তিক পণ্যের র্শীষে আছে স্মার্টফোন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৮৫৯, অক্টোবর ৩১, ২০১০