ভারতের মুম্বাই শহরের রফিকনগর বস্তিতে বাস করে প্রায় ১০ হাজার মানুষ। এ বস্তির ঝুপড়ি ঘরগুলো বাঁশ দিয়ে কোনো রকমে বানানো।
সূত্র জানিয়েছে, এ বস্তির প্রায় প্রতিটি ঘরে ন্যূনতম একটি মোবাইল ফোন আছে। কোনো কোনো পরিবারের কাছে তিনটি বা তার চেয়েও বেশি মোবাইল ফোন আছে।
এ বিষয়ে জাতিসংঘ সূত্র জানিয়েছে, আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় এ বিষয়টি তাকে অবশ্যই অবাক করবে।
জাতিসংঘ সূত্র জানিয়েছে, এ মুহূর্তে ভারতের ৩৬ কোটি ৬০ লাখ মানুষ ব্যক্তিগত শৌচাগার ব্যবহার করে। আর ৬৬ কোটি ৫০ লাখ মানুষ যত্রতত্র বা খোলা স্থানে মলত্যাগ করে। অন্যদিকে ভারতের সরকারি তথ্য মতে, গত আগস্ট পর্যন্ত ভারতের মোট নিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৬৭ কোটি। আর এ মুহূর্তে ভারতে প্রতিমাসে প্রায় দুই কোটি মোবাইল ফোনের গ্রাহক বাড়ছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯২৫, অক্টোবর ৩১, ২০১০