ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন-ট্যাবলেট আনল গুগল

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১২
স্মার্টফোন-ট্যাবলেট আনল গুগল

স্মার্টফোন আর ট্যাবের বছর হবে ২০১২।  এমন ভবিষ্যৎ ভাবনাকে আবারও সঠিক প্রমাণ করল গুগল।

একই সঙ্গে স্মার্টফোন নেক্সাস(৪) আর ট্যাবলেট পিসি নেক্সাস(১০) অবমুক্ত করেছে গুগল। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ দুটি পণ্যই অ্যানড্রইড অপারেটিং সিস্টেম ঘরানার। গুগলের নকশায় নেক্সাস(৪) স্মার্টফোন তৈরি করেছে এলজি। আর ট্যাবলেট নেক্সাস(১০) প্রস্তুত করেছে স্যামসাং। এ মুহূর্তে নেক্সাস(১০) মডেলই হচ্ছে সবচেয়ে বেশি রেজ্যুলেশনের ট্যাবলেট।

ইউরোপের বাজার সর্বপ্রথম অবমুক্ত ৮ জিবির নেক্সাস(৪) স্মার্টফোনের দাম ২৩৯ ইউরো। আর ১৬ জিবির নেক্সাস(১০) ট্যাবলেটের দাম ৩১৯ ইউরো নির্ধারণ করা হয়েছে।

আইফোন(৫) এবং আইপ্যাড মিনির বাজার প্রতিযোগিতায় এ দুটি পণ্য বাজারে আনলো গুগল। এর ফলে বছরের শেষ ত্রৈমাসিকে এসে নতুন বাজার প্রতিযোগিতার সৃষ্টি করল গুগল। তবে সুফলটা থাকছে ভোক্তাদের অনুকূলেই।

বাংলাদেশ সময় ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।