ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৯ নভেম্বর ফ্রিল্যান্সিং কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১২

আগামী ৯ নভেম্বর দিনব্যাপী ফ্রিল্যান্সিং কর্মশালার আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেকনোবিডি। একজন ফ্রিল্যান্সার নিজেকে কিভাবে উপযুক্তভাবে প্রস্তত করে সঠিক যায়গায় তার দক্ষতার প্রয়োগ করতে পারবে সেদিকটা লক্ষ্য রেখে কর্মশালার বিষয়গুলো সাজানো হয়েছে।

উন্নত ল্যাব সুবিধায় প্রশিক্ষণার্থীরা এখানে ফ্রিল্যান্সের মৌলিক বিষয়সহ অন্যান্য বিষয়ে জ্ঞানার্জন করতে পারবে। কর্মশালায় থাকছে ফ্রিল্যান্সের কাজের ধরন, কাজের সংখ্যার পরিমান। যাতে একজন ফ্রিল্যান্সার পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজটি নির্ধারণ করতে পারে। এরপরে বিড করার এবং কাজ পেলে তা কিভাবে করতে হবে সেই পক্রিয়া হাতে কলমে শেখানো হবে।

এছাড়া odesk.com ও freelancer.com  এর বিভিন্ন অংশের পরিচিতি ও ব্যবহার, অর্জিত টাকা দেশে আনার উপায়, কেস স্টাডিসহ অন্যান্য বিষয়ের উপর আলোচনা করা হবে। রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা। বিস্তারিত জানা যাবে এই http://www.technobdtraining.com সাইটে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘন্টা, ৪ নভেম্বর, ২০১২

সম্পাদনা: সিজারাজ জাহান মিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।