ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রস্তুত হচ্ছে ফেসবুক ফোন!

শেরিফ সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১২
প্রস্তুত হচ্ছে ফেসবুক ফোন!

জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান এইচটিসি ফেসবুকের মোবাইল ফোন তৈরিতে কাজ করছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।



যদিও এ বছরের শুরুতে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সংবাদমাধ্যমে বলেছিলেন, ফেসবুক ভবিষ্যতে সফটওয়্যার এবং অ্যাপস নিয়ে কাজ করবে। কোনো ধরনের হার্ডওয়্যার ডিভাইস নিয়ে ফেসবুক কাজ করতে আগ্রহী নয়।

এইচটিসি এবং ফেসবুক যৌথভাবে ‘ফেসবুক মোবাইল’ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এ ফোনের বৈশিষ্ট্য ১.৪ গিগাহার্টজ প্রসেসর, হাই ডেফিনেশন ১২৮০ বাই ৭২০ পিক্সেল ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যানড্রইড। অনলাইন মিডিয়াতে এমন তথ্যই সরব হয়ে উঠেছে।

ফেসবুকের প্রয়োজনীয় সব ফিচার থাকছে এ মোবাইল ফোনে। ফেসবুকের ফিচারগুলো ব্যবহারের জন্য নির্দিষ্ট বাটনও থাকছে। এখন পর্যন্ত এ সেটের মডেলটি সফলতার মুখ দেখতে পায়নি। বলা হচ্ছে, অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার ডিভাইসে দূর্বলতার জন্য এখনই বাজারে আসছে না ‘ফেসবুক ফোন’।

এদিকে ফেসবুকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সংবাদমাধ্যমগুলো বলছে অচিরেই বাজার মাতাতে আসছে ফেসবুক ফোন।

বাংলাদেশ সময় ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।