ব্রডব্যান্ডে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা। আগে গতি ছিল ৫ এমবিপিএস।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা জানান আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।
তিনি বলেন, ৫০০ টাকায় আজ থেকে ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস দেওয়া হবে। আমাদের সাপোর্ট দিলে আমরা ২০ এমবিপিএস দিতে পারবো।
তিনি লাইসেন্সের মেয়াদ ১০ বছর করার দাবি জানিয়ে আইআইজিদের প্রাইজ কমিয়ে ১২০ টাকা, এনটিটিএনদের ট্রান্সমিশন কষ্ট ৫ টাকায় নিয়ে আসার আহ্বান জানান।
এসময় তিনি জানান, ধানমন্ডিতে পপ স্থাপন করা হয়েছে। সেখানে ছয় হাজার গ্রাহক সেবা নিচ্ছেন। এর মাধ্যমে চাইলে কোনো গ্রাহক ৫ মিনিটের মধ্যে অপারেটর পরিবর্তন করতে পারবেন।
এর ফলে প্রত্যেক ব্যবহারকারী হ্যাপি এবং অপারেটররাও হ্যাপি। বিদ্যুৎ, জনবল সাশ্রয় হচ্ছে। সব দিক থেকে সাশ্রয় হলে আমরা ভালো সেবাটা দিতে পারবো।
গোল টেবিল বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ মোবাইল অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রবির কোম্পানি সেক্রেটারি ও চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, টেলিটকের এজিএম সাইফুর রহমান খান, ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মোস্তফা মামুন হোসেন, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির, আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞা, টিআরএনবি সভাপতি সমীর কুমার দে, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন বক্তব্য রাখেন। কি-নোট পেপার উপস্থাপন করেন টিআরএনবির সাংগঠনিক সম্পাদক আল-আমীন দেওয়ান।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এমএম