ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রাফিকস ডিজাইনে সার্টিফিকেট কোর্স

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২

তথ্যপ্রযুক্তি-ভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে অনলাইন জবপোর্টাল জবসবিডি ডট কম। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের উপর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে জবসবিডি। যেটি তথ্যপ্রযুক্তি শিক্ষার মধ্যে সর্বাধিক চাহিদাসম্পন্ন একটি বিষয়। দেশে বিদেশে সর্বক্ষেত্রেই ক্যারিয়ার গঠনে এর বিশাল সুযোগ তৈরি হয়েছে।

দেশেই বর্তমানে প্রিন্টিং থেকে শুরু করে ওয়েবে এর ব্যাপক ব্যাবহার লক্ষ্য করা যায়। এছাড়া শিক্ষিত সমাজের অনেকের কাছে ফ্রিল্যান্সার একটি প্রত্যাশার বিষয় হয়ে উঠেছে। যার ফলে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে সঠিক দক্ষতা অর্জন করে একজন উপযুক্ত ফ্রিল্যান্সার হওয়া সম্ভব।

উল্লেখ্য, প্রত্যেক লেসনের সাথে ভিডিও টিউটোরিয়াল দেওয়া হবে প্রশিক্ষণার্থীদের। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। যোগাযোগে ০১৭১৩৪৯৩১৫৯, এছাড়া বিস্তারিত জানতে www.jobsbd.com এই সাইটে ভিজিট করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, ১৩ নভেম্বর, ২০১২
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।