ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ড্রপবক্সে ১০ কোটি গ্রাহক

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১২
ড্রপবক্সে ১০ কোটি গ্রাহক

অনলাইন ডাটা সংরক্ষণকারী প্রতিষ্ঠান ড্রপবক্সের ব্যবহারকারীর সংখ্যা এখন ১০ কোটি। প্রতিষ্ঠানের মাইলফলক উপলক্ষে গত মঙ্গলবার খানিকটা আনন্দ উল্লাসে মেতেছিল ড্রপবক্স পরিবার।

প্রতিযোগিতার বাজারে ভিত্তি শক্তিশালী করতে ব্যবহারকারীদের জন্য বিনামূল্যের অফারও দিয়েছে তারা।  

সফলতার কথা ড্রপবক্স ব্লগে জানায় ড্রু হাউসটন যিনি প্রতিষ্ঠানের সহকারি- প্রতিষ্ঠাতা। ড্রু এর মতে প্রতিযোগিতার বাজারে প্রবেশের ৪ বছরে ১০ কোটি ব্যবহারকারী ড্রপবক্সের নাগালে এটা বিশাল এক পাওয়া।

তাছাড়া ড্রপবক্সের সাহসী এ পদক্ষেপে ব্যবহারকারীদের সাড়া আসায় এমন অর্জন এসেছে যেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বর্তমানে তার দল সেবার মানোন্নয়ন ছাড়াও অন্যান্য কাজ করছে এখনও।

এক খবরের ভিত্তিতে, সান ফ্রান্সসিসকো-ভিত্তিক প্রতিষ্ঠানটি সম্প্রতি বিখ্যাত গুগল, অ্যামাজন এবং অ্যাপলের মত প্রতিষ্ঠানের সাথে ক্রমান্বয়ে চরম প্রতিযোগিতা করছে। ক্লাউড স্টোরেজ মার্কেটে যাদের আগ্রহ বাড়ছে।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে ড্রু বলেন, এসব প্রতিষ্ঠানগুলো তাদের সেবায় নতুন কিছু যোগ করতে ব্যস্ত সময় পার করছে যেসব অভিজ্ঞতা ৪ বছর আগেই পেয়েছে ড্রপবক্স। আমাদের সেবা প্রকাশ্য, এছাড়া ইতিমধ্যে অল্প কিছু ফিচারের কাজ চলমান। তিনি আরও বলেন অন্যান্য প্রতিষ্ঠানের সুরক্ষায় অনেক সুযোগ আছে। ফলে পুরোপুরি ভিন্ন পদ্ধতিতে তাদের প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে।

অন্যদিকে ড্রপবক্সের কিছু বাধা থাকলেও ব্যবহারকারীর বাড়ার  গতি লক্ষ্য করলে দেখা যায় সার্বিক গুণাবলীর বিচারে এটি চিত্রাকর্ষক।   সম্প্রতি প্রতিষ্ঠানটি ব্যাপক সমস্যার মুখে পড়ে। কারণ হ্যাকারের কবলে পড়ে ড্রপবক্স ব্যবহারকারীদের ইমেইল পাসওয়ার্ড তাদের অধিকারে আসে। যার ফলে অসংখ্য স্প্যাম বার্তা আসতে থাকে সেইসব ব্যবহারকারীদের ইনবক্সে। বর্তমানে সেবার নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে বলে জানিয়েছে ড্রপবক্স সুত্র।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘন্টা, ১৪ নভেম্বর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।