ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ২৯ হাজারে ইপিসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২
দেশে ২৯ হাজারে ইপিসি

আসুসের ‘ই-পিসি ১২২৫বি’ মডেলের নেটবুক এখন দেশে। মূল পর্দা ১১. ৬ ইঞ্চি।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

উন্নতমানের মাল্টিমিডিয়া এবং গেম উপভোগ করতে এ নেটবুকে আছে এমডি রেডিয়ন এইচডি৬২৯০ চিপসেটের বিল্টইন গ্রাফিকস। ওজন ১.৪৪ কেজি। হালকা-পাতলা গড়নের এ নেটবুকে আছে ১.০ গিগাহার্টজ গতির এএমডি ডুয়াল কোরপ্রসেসর, ৫০০ জিবি হার্ডডিস্ক, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, ১০/১০০ ল্যান, ৮০২.১১বি/জি/এন

এ ছাড়াও বিনোদন সংযোগে আছে এইচডি অডিও, ব্লুটুথ ৩.০, ২টি (৩.০) ইউএসবি পোর্ট, ১টি (২.০) ইউএসবি পোর্ট, ভিজিএ, এইচডিএমআই ইন্টারফেস প্রভৃতি।

এ মুহূর্তে ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম বা ৪ জিবি ডিডিআরত্রি র‌্যামসহ নেটবুকের দাম যথাক্রমে ২৯ হাজার ৫০০ এবং ৩০ হাজার ৫০০ টাকা। ঢাকার বিসিএস কমপিউটার সিটি ছাড়াও দেশের বিভিন্ন আইটি মার্কেটে এ পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।