ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের ব্যবসা উন্নয়নে ডেল

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
দেশের ব্যবসা উন্নয়নে ডেল

কম্পিউটার ব্যবসায় গুণগত মানের নিশ্চয়তা দিতে ডেল পুরো বিশ্বেই নির্ভরযোগ্য ব্র্যান্ড। দেশেও এ ধারা অব্যাহত আছে।

এ সুনামকে ধরে রাখতে বাংলাদেশে ডেল নতুন আঙ্গিকে ব্যবসার ঘোষণা দিয়েছে।

এ প্রসঙ্গে ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির জানান, আইটিনির্ভর ব্যবসায় নতুন ধারার সঙ্গে এগিয়ে যেতে ডেল সব ধরনের পণ্য তৈরি নিয়ে প্রস্তুত। ব্যবসা চাহিদা, শক্তিশালী আইটি সার্ভিস এবং দক্ষতা উন্নয়নে ডেল এখন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বাজার মনে করছে।

‘ডিসকভার ডেল অ্যান্ড-টু-অ্যান্ড এন্টারপ্রাইজ সলিউশন’ শীর্ষক সেমিনারে বাংলাদেশে ডেলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কারিগরি মানোন্নয়ন কৌশল উপস্থাপন করা হয়। এতে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।