ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউটিউব খোলেনি: বিটিআরসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
ইউটিউব খোলেনি: বিটিআরসি

ঢাকা: জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব বাংলাদেশে এখনো খোলা হয়নি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

বুধবার রাতে বিটিআরসির একজন সহকারী পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ইউটিউব এখনো খোলা হয়নি।

তবে এ বিষয়ে এরই মধ্যে গুগল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বিটিআরসি। ইউটিউব শিগগিরই খোলা হবে। ”

তবে বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিগগিরই ইউটিউব খুলে দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন।

বিটিআরসির সূত্রে জানা গেছে, এ প্রক্রিয়ায় সহজে নিয়ন্ত্রণের মাধ্যমে যে কোনো ‘আপত্তিকর’ ভিডিও দেখার সুযোগ বন্ধ করে দিয়ে দেশে ইউটিউব চালানো সম্ভব হবে। কয়েকটি দেশে গুগল এভাবে আলাদা সার্ভার দিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিভিন্ন মুসলিম দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদকে (স.) অবমাননা করে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের ভিডিও সরিয়ে নিতে গুগলকে চিঠি দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইউটিউবের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিটিআরসি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘন্টা, নভেম্বর ২৮, ২০১২
আইএইচ/সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।