ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইয়াহুকে ২৭০ কোটি ডলার জরিমানা

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১২
ইয়াহুকে ২৭০ কোটি ডলার জরিমানা

এবারে বড় অঙ্কের অর্থ জরিমানার মুখোমুখি হয়েছে ইয়াহু। মেক্সিকান আদালত ইয়াহুকে ২৭০ কোটি ডলারের এ জরিমানা করেছে।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এ শীর্ষ প্রতিষ্ঠান চুক্তির শর্ত ভঙ্গের দায়ে এ জরিমানার তোপে পড়েছে। এরই মধ্যে ৪৯তম সিভিল কোর্ট মেক্সিকোর ফেডারেল দায়রা জজ এ রায় ঘোষণা করেছে।

ইয়েলো পেজে তথ্যের ব্যবহারিক চুক্তি না মানায় এবং মুনাফার হিসাবে গড়মিল থাকায় এত বড় অঙ্কের অর্থ জরিমানা গুণতে হবে ইয়াহুকে। তবে স্বনাখ্যাত এসব প্রতিষ্ঠানের এ ধরনের জরিমানার ফলে ভোক্তা স্বার্থের দিকটি আরও সুনিশ্চিত হবে। এমনটাই বলেছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময় ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।