ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিপিআইটি-সামিট কমিউনিকেশন চুক্তি সই

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১২
জিপিআইটি-সামিট কমিউনিকেশন চুক্তি সই

গ্রামীণফোন আইটি এবং সামিট কমিউনিকেশনের মধ্যে চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় গ্রামীণফোন আইটি সামিট কমিউনিকেশনকে গেটওয়ে অপারেশনের জন্য গেটওয়ে বিল্ডিং ও মিডিয়েশন সলিউশন দেবে।



এ সলিউশনের আওতায় কাস্টমাইজেশন, কনফিগারেশন, ইন্টল্যাশন, হার্ডওয়্যার এবং স্টোরেজ সেবা অন্তর্ভূক্ত থাকবে।

গ্রামীণফোন আইটির সিইও বারহান সামসি এবং সামিট কমিউনিকেশনে সিইও আরিফ আল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

রায়হান সামসি জানান, জিপিআইটি সিএমএমআই এলথ্রি প্রতিষ্ঠান তৈরি এবং কাস্টমারের সন্তুষ্টির জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে থাকে। এরই মধ্যে প্রাতিষ্ঠানিক কারিগরি উন্নয়নে জিপিআইটি সহায়তা দিতে শুরু করেছে।

এ অনুষ্ঠানে সামিট কমিউনিকেশনে পরিচালক ফাদিহা খান, ফয়সাল করিম খান এবং জিপিআইটির সিসিও রনি রিয়াদ রশিদ এবং জিএম মুহিবুর রহমান খন্দকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।