ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তৃতীয় বর্ষ পেরিয়ে অ্যানড্রইড অপারেটিং সিস্টেম

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
তৃতীয় বর্ষ পেরিয়ে অ্যানড্রইড অপারেটিং সিস্টেম

তৃতীয় বর্ষে পা দিল গুগলের বহুল জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রইড। উল্লেখ্য, ২০০৭ সালে ৫ নভেম্বর বিশ্বব্যাপী অ্যানড্রইড অপারেটিং সিস্টেমের বাণিজ্যিক বিপণন শুরু হয়।

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের শতকরা ৪৪ ভাগ মোবাইল ফোন ব্যবহারকারী অ্যানড্রইড অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। আর এ ব্যবহারকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে সূত্র জানিয়েছে।

তিন বছরের পরিক্রমায় অ্যানড্রইড:
২০০৭ সালের নভেম্বরে বিশ্বব্যাপী মুক্ত মোবাইল ফোনভিত্তিক অপারেটিং সিস্টেম হিসেবে অ্যানড্রইডয়ের বিপণন শুরু হয়। ২০০৮ সালের সেপ্টেম্বরে অ্যানড্রইড অপারেটিং সিস্টেমযুক্ত প্রথম স্মার্টফোন জিওয়ান উন্মোচিত হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে অ্যানড্রইড অপারেটিং সিস্টেমের দুটি নতুন আপডেট হয়। ২০০৯ সালের নভেম্বরে অ্যানড্রইড অপারেটিং সিস্টেমযুক্ত দ্বিতীয় স্মার্টফোন মটোরোলা ড্রয়েড উন্মোচতি হয়। উন্মোচনের প্রথম সপ্তাহেই এক লাখ মটোরলা ড্রয়েড বিক্রি হয়ে যায়।

এ বছরের জানুয়ারিতে অ্যানড্রইড যুক্ত গুগলের প্রথম স্মার্টফোন নেক্সাস ওয়ান উন্মোচিত হয়। এ বছরের মে মাসে অ্যানড্রইড এবং ক্রোমনির্ভর গুগলের প্রথম টিভি উন্মোচিত হয়। গত জুলাই থেকে আগস্টে অ্যানড্রইড অপারেটিং সিস্টেমের সবশেষ আপডেট উন্মোচিত হয়।

অন্যদিকে সেপ্টেম্বরে অ্যানড্রইড অপারেটিং সিস্টেমযুক্ত স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব উন্মোচিত হয়। যা আইপ্যাডের সঙ্গে এ মুহূর্তে বাজারে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ বছরেই প্রায় ১০ লাখ গ্যালাক্সি ট্যাব বিক্রি হবে বলে নির্মাতারা আশা করছেন। এ বছরের অক্টোবরে অ্যানড্রইড অপারেটিং সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট এক লাখ অ্যাপলিকেশন উন্মোচিত হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১৮, নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।