ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপ থেকেই ফ্রি কল!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
অ্যাপ থেকেই ফ্রি কল!

সুদীর্ঘ বিরতির পর ব্ল্যাকবেরি আবারও ফিরে আসছে। নতুন উদ্যোমে, নতুন ফিচারে।

নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) তাই ব্ল্যাকবেরিভিত্তিক ম্যাসেঞ্জারের (বিবিএম) সপ্তম সংস্করণের মাধ্যমে আন্তর্জাতিক কলকে ফ্রি করার পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে সফল পরীক্ষাও হয়েছে। এখন অপেক্ষা শুধু আত্মপ্রকাশের।

অনলাইন জনপ্রিয় সামাজিক মোবাইলভিত্তিক সামাজিক নেটওয়ার্কে অ্যাপের মাধ্যমে এ কল সুবিধা উপভোগ করা যাবে। এ ছাড়াও ব্ল্যাকবেরি টু ব্ল্যাকবেরিতে আরও বেশ কিছু নতুন ধারার ফিচার যুক্ত হতে যাচ্ছে।

ব্ল্যাববেরির ফ্রি অ্যাপের মাধ্যমে ওয়াইফাই সংযোগ থাকলেই এ সুবিধা অনায়াশে উপভোগ করা সম্ভব। এখনও পর্যন্ত আন্তর্জাতিক কল ব্যয়বহুল। ব্যয়ের এ অভারসাম্য কমাতেই ব্ল্যাকবেরি আন্তর্জাতিক পরিমন্ডলে এ ফ্রি কলসেবা চালু করার পরিকল্পনা নিয়েছে।

ব্ল্যাকবেরির নতুন ব্লগ ব্যবস্থাপক ড্যানি হলওয়েল জানান, বিবিএম ৭ সংস্করণের মাধ্যমে বিবিএম ভয়েস সংযোগ উপভোগ করা যাবে। এ জন্য ব্ল্যাকবেরি অ্যাপে ‘৬ ওএস’ সংস্করণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এটি ৫ ওএস সংস্করণেও আপডেট করে নেওয়া যাবে।

এ সেবার সম্ভাব্য কোডনেম ‘ভায়োলা’। রিমের নবযাত্রায় ভোক্তাদের এ ধরনের চমক সেবা দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আসছে জানুয়ারিতে ব্ল্যাববেরি বিবি১০ মডেল আত্মপ্রকাশ করার কথা আছে। এ মডেলের সঙ্গেই এ অ্যাপ ফিচার প্রথমবার বাজারে আসবে।

কোনো কিছু বলার চেয়ে দেখিয়ে দেওয়া ভালো। ব্ল্যাকবেরির মাধ্যমে সামাজিক তবে আন্তর্জাতিক কলের এ সেবাকে অফিসিয়ালি ‘বিবিএম ভয়েস কল’ বলা হচ্ছে। অচিরেই এ সেবার বাস্তবিক ব্যবহার শুরু হবে। এমনটাই জানালেন ব্ল্যাকবেরির শীর্ষ মুখপাত্র ড্যানি।

বাংলাদেশ সময় ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।