ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সারা দেশে বিটিসিএলের ইন্টারনেট লাইন বন্ধ

ইশতিয়াক হুসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১২
সারা দেশে বিটিসিএলের ইন্টারনেট লাইন বন্ধ

ঢাকা: বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি  লিমিটেডের (বিটিসিএল) ইন্টারনেট লাইন অচল হয়ে গেছে।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সারা দেশে হঠাৎ করেই একযোগে বিটিসিএল ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে যায়।



বিটিসিএল সূত্রে জানা গেছে, মূলত সিঙ্গাপুরের সিংটেলের লাইন বসে যাওয়ায় বিটিসিএল লাইনে এ বিপর্যয় দেখা দিয়েছে।

এ ব্যাপারে বিটিসিএল উপ-পরিচালক মো. মোর্শেদ বাংলানিউজকে বলেন, “লাইন সচল করতে বিটিসিএল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব লাইন ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করছি। ”

উল্লেখ্য, বর্তমানে বিটিসিএলর ৫০ হাজার ব্রডব্যান্ড গ্রাহক রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১২
আইএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।