ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য বিনিময় দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে গুগল ও ফেসবুক

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০
তথ্য বিনিময় দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে গুগল ও ফেসবুক

গুগল তাদের ইমেইল গ্রাহক বন্ধুদের তথ্য জিমেইল থেকে ফেসবুকে স্থানান্তরের সেবা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে গুগল এবং ফেসবুকের মধ্যে চলছে ঠান্ডা যুদ্ধ।

অন্যদিকে ফেসবুক এ বিষয় নিয়ে গুগলের সঙ্গে কোনো বিবাদে না জড়িয়ে বরং নতুন এক সেবা চালু করেছে।

এ নতুন সেবার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা তাদের জিমেইল বন্ধুদের তথ্য ফেসবুকে আপলোড করতে পারবেন। এ সেবা প্রদানে ফেসবুকের নিজস্ব সাইটে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। এ লিঙ্কের মাধ্যমে জিমেইল থেকে তাদের বন্ধুদের তথ্য প্রথমে নিজের কমপিউটারে ডাউনলোড করে পরে ফেসবুকে আপলোড করতে পারবেন।

এ সেবা বন্ধের প্রসঙ্গে গুগল মূখপাত্র জানান, এ মুহূর্তে ফেসবুক পারস্পরিকভাবে তথ্য বিনিময় না করায় তারা এ সেবা বন্ধ করে দিয়েছে। তার ভাষ্যমতে, ফেসবুক তাদের ব্যবহারকারীদের তথ্য অন্য কোথাও বিনিময় করার অনুমতি দেয় না, যা খুবই দুঃখজনক। এ অভিযোগ নিয়ে ফেসবুক এখনও নীরব ভূমিকাই পালন করছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮০২, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।