ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে ১ কোটি গ্যালাক্সি বিক্রির রেকর্ড

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২
ভারতে ১ কোটি গ্যালাক্সি বিক্রির রেকর্ড

গত ২০১০ সালের জুনে ভারতে প্রথম কোরিয়ান নির্মাতার চাহিদাবহুল গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের আবির্ভাব হয়। আড়াই বছর পদার্পণে গ্যালাক্সি সিরিজের পণ্য বিক্রি ১ কোটি ছুঁয়েছে।

সম্প্রতি কোরিয়ান জায়েন্ট এক ঘোষণায় ভারতের বাজারে গ্যালাক্সির মাইলস্টোনের কথা জানান।

ইন্ডিয়ার বাজারে ‘গ্যালাক্সি এস’ স্মার্টফোন দিয়ে যাত্রা শুরু হয়। এরপর একেএকে গ্যালাক্সি সিরিজের নতুন সংস্করণগুলো আসে। এ মুহূর্তে সেখানে গ্যালাক্সির মোট ১৩ টি পণ্য আছে। পণ্যগুলোর দামও ঠিক সর্বস্তরের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। ৬ হাজার ৮‘শ থেকে ৪০ হাজার রুপির পণ্য আছে সেখানে।

উল্লেখ্য, স্যামসাং পণ্য বিক্রির পৃথক রেকর্ড প্রকাশ করেনি। তবে গ্যালাক্সি ওয়াই সিরিজ, নোট সিরিজ এবং এসথ্রি এই ৩টি পণ্য সম্মিলিতভাবে সর্বমোট বিক্রির ৫০ শতাংশ পূর্ণ করেছে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘন্টা, ৩০ ডিসেম্বর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।