ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পুরোনোর বদলে নতুন ল্যাপটপ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৩
পুরোনোর বদলে নতুন ল্যাপটপ

দেশের প্রযুক্তিবাজারে পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আহ্বানের ঘোষণা দিয়েছে কম্পিউটার সোর্স। নতুন বছরে পুরাতন সচল বা অচল যেকোনো ব্রান্ডের ল্যাপটপ কিংবা ডেস্কটপ পিসি বদল করে এইচপি কমপ্যাক ব্রান্ডের সম্পূর্ণ নতুন ল্যাপটপ কেনার অফার ঘোষণা করা হয়েছে।



প্রান্তিক ভোক্তা ছাড়াও করপোরেট, ব্যাংক, সরকারি ও বেসরকারি অফিস, গ্রুপ অব কোম্পানির পুরোনো বা নষ্ট পিসিও এ অফারের অন্তর্ভুক্ত।

প্রসঙ্গত, এ অফারে ২১ হাজার ৯৯৯ টাকার বিনিময়ে প্রথম ৫০০টি কম্পিউটারের ক্ষেত্রে এ অফার প্রযোজ্য। ডেস্কটপ পিসির ক্ষেত্রে মনিটর, কিবোর্ড, মাউস ব্যবহারযোগ্য সিপিইউকে একটি পিসি হিসেবে বিবেচনা করা হবে।

বর্জ্যমুক্ত প্রযুক্তিপণ্য দেশ গড়ার প্রত্যয়ে কম্পিউটার সোর্স ‘পুরোনো বদলে নতুন নিন’ অফারে জমা পড়া অচল পিসি নিয়ম অনুযায়ী বিনষ্ট করা হবে। এ ছাড়াও সচল কম্পিউটারগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে।

এসব পিসি বিনামূল্যে পেতে ([email protected]) ঠিকানায় আবেদন করতে হবে। এ ছাড়াও আগ্রহীরা (০১৭১২ ৭৫১১৯০) এ নম্বরে ফোন করতে পারবেন।

বাংলাদেশ সময় ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।