ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সর্বত্রে ই-কমার্স পৌঁছাতে প্রয়োজন সহযোগিতা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
সর্বত্রে ই-কমার্স পৌঁছাতে প্রয়োজন সহযোগিতা

ঢাকা: ই-কমার্স বা অনলাইন কেনাকাটা বর্তমানে কিছু সংখ্যক মানুষের কাছে পরিচিতি পেলেও দেশের সর্বত্রের মানুষের জন্য এটি কেনাকাটার নতুন এক মাধ্যম। এ মাধ্যমের সংশ্লিষ্টরা মনে করছেন এতে শুধু ব্যবসায়িক স্বার্থ নয় দেশের অনেক সম্ভাবনাময় স্বার্থও জড়িয়ে আছে।

তাই প্রচারণা আর জনপ্রিয়তা বাড়াতে রাজধানীতে প্রথমবার ই-কমার্স উইকের আয়োজন করা হয়। ৫ জানুয়ারি শুরু হওয়া এ আয়োজনে নানা ধরনের কার্যক্রম সম্পন্ন হয়।

বেসিস ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত ই-কমার্স সপ্তাহে ১২ জানুয়ারি ডেইলি স্টার মিলনায়তনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

ই-কমার্সে যুক্তরা অনেকটা নিজ  উদ্যোগেই কাজটি শুরু করেন। এখন কার্যক্রমের উন্নয়নে সরকারের এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী  ইয়াফেস ওসমান।

সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ই-কমার্স সেবাকে সহজ করতে শুধু ক্রেডিট কার্ড নয় ডেভিড কার্ডেরও ব্যবহার বাড়ানো প্রয়োজন। যাতে অনলাইনে কেনাকাটা বা অর্থ লেনদেন করার সুযোগ পায় গ্রাহকরা। এছাড়া দেশের বাহিরের আগ্রহী ক্রেতাদের কথাও বিবেচনায় রাখতে হবে।

এ বৈঠকের সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, সকলের প্রচেষ্টায় পারে এ কার্যক্রমের উন্নয়নের গতি বৃদ্ধি করতে। যেজন্য সরকারকে শুল্ক নিয়ে ভাবতে হবে এবং লেনদেনে আগ্রহী ব্যাংকগুলোকে সহায়তার দৃষ্টিতে কম লাভে উন্নত সেবা দেওয়ার মনোভাব রাখতে হবে।

বেসিস সভাপতি ফাহিম মাশরুর বলেন, তরুণ উদ্যেক্তাদের ই-কমার্স নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। দরকার শুধু একটা প্লাটফর্ম। তাই দেশের নীতি নির্ধারকদের এদিকটাই বিশেষ ভুমিকা রাখা দরকার।

এছাড়াও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, একসেস টু ইনফরমেশনের উপদেষ্টা আনীর চৌধুরী, বেসিসের প্রাক্তন সভাপতি মাহবুব জামান ছাড়াও উপস্থিত অনেকে।

বৈঠকে উপস্থিত বক্তারা বলেন সর্বত্রের মানুষকে ই-কমার্সের সুবিধা সম্পর্কে জানাতে প্রয়োজন ব্যাপক প্রচারণা। যার ফলে মাধ্যমটি জনপ্রিয় হয়ে উঠবে।

ই-কমার্সের অবকাঠামোগত উন্নয়নের দিক নিয়েও আলোচনা হয় বৈঠকে। যেহেতু দেশে ইন্টারনেট ব্যবহারকারীর চেয়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেশি। তাই মোবাইলে ই-কমার্স যুক্তের বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়। সেইসাথে মোবাইল অপারেটর, বিটিআরসির বিশেষ করণীয় বিষয় আলোচনায় আনা হয়।

গোল টেবিল বৈঠকে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন। ধন্যবাদ জ্ঞাপন করেন ই-কমার্স সপ্তাহের আহ্বায়ক শামীম আহসান।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘন্টা, ১৩ জানুয়ারি, ২০১৩
সিজারাজ জাহান মিমি/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।