ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আত্মহত্যা করেছেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যারন

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
আত্মহত্যা করেছেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যারন

ইন্টারনেট অবমুক্ত আন্দোলনের অন্যতম পথিক এবং বিখ্যাত প্রতিষ্ঠান রেডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যারন সোয়ার্স্টজ আত্মহত্যা করেছেন। শুক্রবার নিউ ইয়র্কে তিনি আত্মহত্যা করেন।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সবে বয়স ২৬। এ বয়সেই রেডিটের মতো প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা হয়ে অনলাইন দাপুটে আলোচনার টেবিলে এসেছিলেন অ্যারন। তার অকাল মৃত্যুতে বিশ্বপ্রযুক্তিতে শোকের ছায়া নেমে এসেছে। টুইটারে এ নিয়ে ইন্টারনেটপ্রেমী লাখো ভক্ত মন্তব্য লিখছেন।

অনলাইনে ইন্টারনেট স্বাধীনতার অন্যতম উপদেষ্টা হিসেবে অ্যারনের নামটি চলে আসে সবার আগে। ইন্টারনেটের জনক টিম বার্নাস লিয়ের সামাজিক আন্দোলন হিসেবে এগিয়ে নিয়ে যেতে অ্যারনের ভূমিকা অনস্বীকার্য।

থ্রি ডব্লিউয়ের (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব) প্রবক্তা টিম বার্নাস সব সময়ই ইন্টারনেটে অবাধ ব্যবহারে গুরুত্ব দিতেন। তবে শুরু থেকেই ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা যে পাঁয়তাড়া চলছিল তাকে এগিয়ে নিতে অ্যারন ছিল অন্যতম একজন উদ্যোক্তা।

বাংলাদেশ সময় ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।