ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিলেটে শেষ হয়েছে কম্পিউটার মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩

সিলেট: ‘প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব এখন হাতের মুঠোয়’ স্লোগান নিয়ে শুরু হওয়া পাঁচদিনব্যাপী কম্পিউটার মেলা বিসিএস ডিজিটাল এক্সপো ২০১৩ রোববার সন্ধ্যায় শেষ হয়েছে।

সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এএনএম জিয়াউল আলম।


 
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে প্রযুক্তির ছোঁয়া দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে হবে। এজন্য উপজেলা পর্যায়ে কম্পিউটার মেলার আয়োজন করতে হবে। ”

তারা আরও বলেন, “প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বো। তাই, নতুন প্রজন্মের মধ্যে প্রযুক্তি নির্ভরতা বাড়াতে হবে। ”

বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেরা আক্তার, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, কম্পিউটার সমিতির কেন্দ্রীয় সেক্রেটারি জয়নুল আক্তার চৌধুরী, পরিচালক এটি শফিক উদ্দিন আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার সিলেটে শুরু হয় পাঁচদিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো-২০১৩। এতে ৪৫টি প্রতিষ্ঠান অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
এসএ/সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।