ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে এসেছে ফুজিৎসু ট্যাব

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
দেশে এসেছে ফুজিৎসু ট্যাব

লাইফবুক তৈরি করে ফুজিৎসু আগেই পরিচিতি পেয়েছে। এবার ট্যাবলেট পিসি উদ্ভাবন করেছে জাপানি ব্র্যান্ড ফুজিৎসু।

থ্রিজি সমর্থিত ফুজিৎসু ‘এম৫৩২’ মডেলের ১০.১ ইঞ্চি প্রশস্ত স্পর্শ পর্দার ট্যাব এখন দেশের বাজারেই পাওয়া যাচ্ছে।

অ্যানড্রইড ৪.০ (আইসক্রিম স্যান্ডউইচ) অপারেটিং সিস্টেম চালিত এ ট্যাবে আছে কোয়াড কোরপ্রসেসর (১.৪ গিগাহার্টজ), ২ মেগাপিক্সেল ফ্রন্ট সাইড এবং ৮ মেগাপিক্সেল ব্যাকসাইড ক্যামেরা ছাড়াও ট্যাবলেট পিসির সব সুবিধাই পাওয়া যাবে।

সংযোগ সুবিধায় আছে এইচডিএমআই, ব্লুটুথ এবং ইউএসবি (২.০) পোর্ট। ব্যান্ডেল সফটওয়্যার হিসেবে ট্যাবটির সঙ্গে আছে গুগল ম্যাপস, মেইল, সার্চ, অ্যানড্রইড ব্রাউজার, অ্যানড্রইড মার্কেট ও থ্রিঙ্ক ফ্রি অফিস মোবাইল অ্যাপস।

আল্ট্রা সিøম (২৫.৭ সেমি) এ ট্যাবের ওজন ৫৬০ গ্রাম। ন্যূনতম সাড়ে ৮ ঘণ্টা ব্যাকআপ সুবিধার ফুজিৎসু এম৫৩২ মডেলের ট্যাবের দাম ৬০ হাজার ৫০০ টাকা। সঙ্গে আচে এক বছরের বিক্রয়োত্তর সেবা। উপহার থাকছে ব্র্যান্ডের একটি সিøভ কেস। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও ফুজিৎসু ব্র্যান্ডের পণ্য বিপণনকারীদের কাছে এ ট্যাব পাওয়া যাবে। হ্যালো: ০১৭৩০ ৩৪১ ৫১৫।

বাংলাদেশ সময় ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।