ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডুডলে ভার্চুয়াল আইস-রিসার্ফেসিং

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
ডুডলে ভার্চুয়াল আইস-রিসার্ফেসিং

বিখ্যাত ব্যক্তিদের অভাবনীয় সৃষ্টির ইতিহাস পুরো বিশ্বকে জানানো পাশাপাশি আনন্দ উপভোগের দারুণ ব্যবস্থা করে দিয়েছে সার্চ গুরু তার ডুডলে। সেইসব ব্যক্তিদের স্বরণীয় দিনগুলোয় ডুডল ভান্ডারের চিত্রাকর্ষক চলমান ছবির ডুডলে তাদের অসাধারণ সৃষ্টিকে উপস্থাপন করছে।

বিশেষকরে গেমপ্রেমীরা পাচ্ছে সময় অতিবাহনের ভালো সুযোগ।

গুগল ডুডলে এবার ফ্র্যাঙ্ক জ্যামবোনি। ১৯৪৯ সালে ফ্র্যাঙ্ক আইস স্পেসার বা বরফপৃষ্ঠে ব্যবহৃত মেশিন আবিষ্কার করেন। ব্যবসা ক্ষেত্রে তিনি জ্যামিবোনি বলেই সুপরিচিত। আধুনিক আইস স্পেসারের এই জনকের ১১২তম জন্মবার্ষিকীতে ধীরগতির গেমের আয়োজন রয়েছে ডুডলে।

যেহেতু হিম প্রদেশে বসবাসকারীরা ছাড়া বেশিরভাগ মানুষই ববরফপৃষ্ঠে স্কেটিং’র মজা নেওয়ার সুযোগ পায়না। তাই বাস্তব না হলেও ভার্চুয়াল জগতেই কিছুটা আনন্দে মাত হওয়া যাবে গুগলের ডুডলে।

যদিও গুগল পেজে সার্বজনীনভাবে ডুডলটি প্রদর্শিত নয়। তাই গুগলের অফিসিয়াল ডুডল তালিকা থেকে এটি খেলতে হবে। কম্পিউটারের মাউস অথবা কিবোর্ডের অ্যারো কি ব্যবহারে এটি খেলা যাবে। খেলোয়াড়কে সতর্ক থাকতে হবে হকি স্ক্যাটারের দল খেলে যাওয়ার পর ফুয়েল বা শক্তি ফুরানোর আগেই আইস-স্প্যাসারের মাধ্যমে দ্রুত বরফের উপরিভাগকে সমান করতে।

অর্জিত পয়েন্টের মাধ্যমে পরের লেভেল খেলা যাবে এছাড়া লেভেল বাড়ানো যাবে। কঠিন লেভেলগেুলোয় বেশি সংখ্যক স্কেটার দেখা যাবে। এছাড়া শক্তি সংগ্রহ এবং প্রতিবন্ধক হিসেবে বরফাংশে কলার খোসা, আইসিক্রম, কফি পট নিক্ষেপ হবে। যেমন কলার খোসা স্পেসারের ঘূর্ণনের গতি অনিয়ন্ত্রিত করবে, আইসক্রিমে বোনাস পয়েন্ট, কফি পট গতি বৃদ্ধি করবে।

একবার শক্তি যদি ফুরিয়ে যায় তবে সংগ্রহকৃত পয়েন্ট গুগল প্লাসে শেয়ারের অপশন থাকবে।

বলা হচ্ছে প্যাকম্যান ও অলিম্পিক বান্সের মত আকর্ষণীয় না হলেও গেমারদের কিছুসময় আটকে রাখতে পারবে গেমটি।

উল্লেখ্য, ১৯৮৮ সালে ৮৭ বছর বয়সে ক্যান্সারে আক্রন্ত হয়ে মারা যান ফ্র্যাঙ্ক জ্যামবোনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘন্টা, ১৯ জানুয়ারি, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।