ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে গেমারদের গ্রাফিকস কার্ড

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
দেশে গেমারদের গ্রাফিকস কার্ড

আসুস ‘জিটিএক্স৬৫০-ডিসি-১জিডি৫’ মডেলের নতুন গ্রাফিকস কার্ড এখন দেশেই পাওয়া যাচ্ছে। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এ গ্রাফিকস কার্ডের ইঞ্জিন এনভিডিয়া জিফোর্স জিটিএক্স৬৫০ চিপসেটের।



এতে আছে ১ জিবি জিডিডিআর-৫ ভিডিও মেমোরি, সর্বোচ্চ ২৫৬০ বাই ১৬০০ পিক্সেলের ডিসপ্লে আউটপুট রেজ্যুলেশন। কম্পোনেন্টকে ঠান্ডা ও শব্দহীন পরিচালনায় বিশেষ ফিচার হিসেবে আছে ডাইরেক্টসিইউ-২ এবং দীর্ঘ স্থায়ীত্বের নিশ্চয়তা দিতে আছে সুপার অ্যালয় পাওয়ার ফিচার।

এ ছাড়া ১২৮-বিট মেমোরি ইন্টারফেসের এ গ্রাফিক্স কার্ডের সঙ্গে মনিটর বা টিভির সংযোগে আছে ১টি ডিভিআই আউটপুট, ১টি এইচডিএমআই আউটপুট এবং ১টি ডিসাব আউটপুট ইন্টারফেস। এ মুহূর্তে দাম ১৪ হাজার ৩০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ কার্ড পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময় ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।